পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ১৯ অক্টোবর/২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারামারির ঘটনয় আদালতে মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পরিবার।
রোববার উপজেলার মাধখুর বাড়ীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন নাছিমা খাতুন। তিনি বলেন, নাসির উদ্দিনের পুত্র শামীম ও তার স্ত্রী কারিমা ১’লক্ষ ১৫’হাজার টাকা ধার নেয়। পাওনা টাকা চাইতে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে উভয়মধ্যে মারামারি হয়।
শামীম ক্ষিপ্ত হয়ে আমাদেরকে মাদক ব্যবসায়ী সাজিয়ে আদালতে মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলন করেন। নাছিমা বলেন, কারিমা ও তার স্বামী শামীম মাদক ব্যবসায়ী এবং আদালতে মামলা চলমান। আমার স্বামী রিপন দিনাজপুরে হাসপাতালে থাকলেও তাকে মামলায় জড়ানো হয়। মিথ্যা মামলা ও সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানায়। এছাড়া তদন্ত পূর্বক আসল ঘটনা উদঘাটন করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করেন নাছিমা।
Leave a Reply