আবু সাঈদ চৌধুরী:
জাগো নারী ফাউন্ডেশনের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সংগঠনের প্রতিষ্ঠা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরীর নির্দেশ ক্রমে কার্যকরী পরিষদের এক কর্যকারী মতবিনিময় ও আলোচনা অঙ্গ সংগঠনের মিরপুরস্থ রুপনগর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাগো নারী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুশতারী বেগমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন নব নির্বাচিত নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিন, উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ আকতার পারভেজ, পরিচালক অর্থ মতিউর রহমান হিরু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম-সম্পাদক হালিমা ইয়াসমিন, কার্যকরী সদস্য শিউলি বেগম, রুপালী বেগম, শামসুল ইসলাম নয়ন ও আনিসুর রহমান প্রমূখ। উক্ত সভায় সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন কল্পে আগামী ৩১ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৪ ঘটিকায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন, সাবেক নির্বাহী পরিচালক লাভলী ইয়াসমিনকে বর্তমানে নির্বাহী পরিচালকের দায়িত্ব অর্পণ, বিদেশ প্রবাসী অধ্যাপক ড. জাকিয়া সুলতানা সেতু, ডাঃ খালেদা বেগম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিমল ঘোষ রজ্ঞিত ও অধ্যক্ষ ফ্রান্সিস রোজারিও (মিলন মাষ্টার) কে উপদেষ্টা পরিষদে নিয়োগ এবং মঞ্জুরা ইয়াসমিন, সৈয়দ আকতার পারভেজ, কবি জেসমীন নূর প্রিয়াংকা, সমাজসেবক মোঃ শহীদুল ইসলাম ও দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম প্রমূখ নেতৃবৃন্দকে পৃষ্ঠপোষক পদে নিয়োগ প্রভৃতি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিশেষে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারপারসন নূর-উন-নাহার মেরীর আশু রোগ মুক্তি কামনা করা হয়।
Leave a Reply