রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে সরকারকে শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান মুক্তিজোট।
মুঙ্গলবার (১৪ অক্টোবর) মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল এক যৌথ বিবৃতিতে শিক্ষকদের তিন দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে তাঁরা বলেন জন্মদাতা পিতার পরেই যাদের স্থান সেই শিক্ষকদের এভাবে রাস্তায় নেমে তাদের অধিকার আদায় করতে হবে, এটাই আমরা প্রত্যাশা করি না। সেখানে প্রকাশ্য দিবালোকে পুলিশের হামলা হল অথচ রাষ্ট্র থেকে এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে শিক্ষকদের পাশে দাড়ানোর কোন ঘোষণা আমরা দেখছি না। আমাদের দাবী এই হামলার সঙ্গে যারা জড়িতদের সুষ্ঠ তদন্ত করে অতিদ্রুত বিচারের মুখে আনতে হবে।
তাঁরা আরও বলেন একজন শিক্ষকের ছাত্র হিসেবে, সন্তান হিসেবে আমরা লজ্জিত। শিক্ষকরা যেখানে জাতি গড়ার মেরুদণ্ড, সেখানে এই শিক্ষকদের বাসা ভাড়া দেওয়া হয় ১ হাজার টাকা। যা জুলাই ছাত্র-জনতার গণঅভূত্থানে আকাঙ্খাকে ধারণ করে না।
তাই অবিলম্বে শিক্ষক–কর্মচারীদের তিন দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
প্রসঙ্গতঃ মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা—এই তিন দফা দাবিতে গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা অবরোধ কর্মসূচি শুরু করেছিলেন। কিন্তু সেখানে তারা বেশিক্ষণ থাকতে পারেননি। লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান থেকে পানি ছুড়ে শিক্ষক–কর্মচারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে অবস্থান নেন।
Leave a Reply