মোস্তফা আল মাসুদ, বগুড়া।
বগুড়ায় বন্ধুর সঙ্গে ঘুরতে আসা এক স্কুল শি,ক্ষা,র্থীকে চলন্ত বাসে ধ,র্ষ,ণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরেই অভিযান চালিয়ে অভি,যুক্ত চালক সাকিব হাসান (২৮) টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রে,ফ,তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে ভু,ক্তভোগী স্কুল শি,ক্ষার্থী তার এক ছেলে বন্ধুর সঙ্গে সিরাজগঞ্জের কড্ডার মোড় থেকে ‘আর কে ট্রাভেলস’ নামের একটি বাসে (ঢাকা মেট্রো-ব ২৭৩১) বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। বাসটি বগুড়া শহরের প্রবেশের আগে চালক সাকিব এবং অন্য পরিবহন শ্রমিকেরা ওই শিক্ষার্থীর ছেলে বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে বাস থেকে নামিয়ে দেয়। এরপর চলন্ত বাসেই চালক সাকিব ওই স্কুল শি,ক্ষার্থীকে ধ,র্ষ,ণ করে। এরপর বিকেলে চালক সাকিব মেয়েটিকে নিয়ে ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে পরিবহনের অন্যান্য শ্রমিকেরা বিষয়টি টের পান এবং মে,য়েটিকে উ,দ্ধার করেন। তবে এর পরপরই আর কে পরিবহনের কাউন্টারের দায়িত্বে থাকা অন্য শ্রমিকেরা অভি,যুক্ত চালক সাকিবকে চ,ড়-থা,প্পড় দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এরপর ওই শিক্ষার্থীকে ভ,য়ভী,তি দেখিয়ে তড়িঘড়ি করে আরেকটি বাসে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়।
এই অভিযোগের ভিত্তিতে বগুড়া জেলা পুলিশ অ,ভিযু,ক্ত চালকসহ জড়িতদের গ্রেফতার এবং ভুক্তভোগী শিক্ষার্থীকে উ,দ্ধারে অ,ভিযান শুরু হয়েছে। এবং টাঙ্গাইলের এলেঙ্গা থেকে অভিযুক্ত সাকিবকে গ্রে,ফতার করে।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই অভিযুক্তদের গ্রে,ফতারে এবং ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীকে উ,দ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা অভিযুক্ত বাস চালককে গ্রে,ফতার করতে সক্ষম হয়েছি। বাকী সহযোগীদেরকেও গ্রেফতার করতে আমাদের একাধিক দল কাজ করছে।
Leave a Reply