মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো প্রকাশিত হলো গবেষণা জার্নাল “JKKNIU Business Review”। ব্যবসায় প্রশাসন অনুষদের উদ্যোগে প্রকাশিত ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড এ জার্নালের ভলিউম-১, সংখ্যা-১, জুন ২০২৫ সংস্করণ রবিবার (২১ সেপ্টেম্বর ২০২৫) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে মোড়ক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্নালের মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও জার্নালের সম্পাদক প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম সহ সম্পাদক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদকীয় বোর্ড
জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহম্মেদ।
এছাড়াও সম্পাদকীয় বোর্ডে যুক্ত আছেন—
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম
মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন
মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা
ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি
মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন।
বহিঃস্থ সদস্য হিসেবে সম্পাদকীয় বোর্ডে যুক্ত হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।
গবেষণা প্রবন্ধ ও গুরুত্ব
জার্নালের প্রথম সংখ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা প্রবন্ধ স্থান পেয়েছে। মোট ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এ সংখ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মান অর্জন করতে পারে না। এই জার্নাল ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নজরুল বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে নতুন মাত্রা যোগ করবে।”
মূল্য ও প্রাপ্যতা
জার্নালের মূল্য নির্ধারণ করা হয়েছে দেশের পাঠকদের জন্য ৩০০ টাকা এবং বিদেশি পাঠকদের জন্য ৫ মার্কিন ডলার।
এক নতুন অধ্যায়
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রকাশিত এই জার্নাল কেবল গবেষকদের জন্য একটি মঞ্চ নয়, বরং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম বৃদ্ধিতেও বিশেষ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
Leave a Reply