আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে শনিবার (২৩ আগস্ট ২০২৫) অনির্বান শিল্পী গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “দেশীয় শুদ্ধ সংস্কৃতি হোক সকল অপসংস্কৃতির বিরুদ্ধে বলিষ্ঠ হাতিয়ার” এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক প্রতিভা উপস্থাপন করে দর্শক ও অতিথিদের মন জয় করে।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন অনির্বান শিল্পী গোষ্ঠীর সভাপতি ইউসুফ আদনান, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি শাহেদুল হোসেন সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের শিল্পী আবুল কাশেম, সঙ্গীত পরিচালক অশ্রু বড়ুয়া, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রশিক্ষক অরুণ শর্মা, আবৃত্তি প্রশিক্ষক শহীদুল্লাহ্, শিক্ষিকা সবিতা চাকমা, এছাড়াও অনির্বান শিল্পী গোষ্ঠীর প্রধান শিক্ষক ও শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা যেমন আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করা হয়, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দেশীয় সাংস্কৃতিক মূল্যবোধকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
Leave a Reply