1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
নরওয়ের রাজকুমারীর ছেলের বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা, ধর্ষণই চারটি - Crime Report 24
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম
মুরাদনগরে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ। ময়মনসিংহে জেলা মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত রাতে বেরিয়ে ফেরেননি, সকালে মিলল মাদক কারবারির ঝুলন্ত মরদেহ রংপুরে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত ময়মনসিংহের বইমেলায় আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপনী কুড়িগ্রামে জামাতকর্মীকে চিরকুটে হত্যার হুমকি- আতঙ্কিত পরিবার ময়মনসিংহে হিন্দু ভাইকে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা ইমাম হায়াত। হাদীর মৃত্যু ও সাম্প্রতিক দেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ মুক্তিজোটের খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ বীরগঞ্জে শহীদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ৩য় শিহান কাপ কারাতে প্রতিযোগিতায় লাকসামের সাফল্য ৫ প্রতিযোগীর অংশগ্রহণে ৮ পদক

নরওয়ের রাজকুমারীর ছেলের বিরুদ্ধে ৩২টি ফৌজদারি মামলা, ধর্ষণই চারটি

  • প্রকাশকাল: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

এক বছর ধরে পুলিশি তদন্তের পর নরওয়ের রাজকুমারীর ছেলের বিরুদ্ধে আদালতে ধর্ষণ, পারিবারিক সহিংসতা, হামলা এবং অন্যান্য ৩২টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দেশটির প্রধান প্রসিকিউটর এ তথ্য জানিয়েছেন।

ক্রাউন প্রিন্সেস মেটে-মারিটের ছেলে এবং ক্রাউন প্রিন্স হাকনের সৎপুত্র ২৮ বছর বয়সী মারিয়াস বোর্গ হোইবি আগামী বছরের শুরুতে বিচারের মুখোমুখি হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রসিকিউটর জানিয়েছেন, গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হলে তার ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

নরওয়ের রাজপ্রাসাদ এক বিবৃতিতে বলেছে, ‘এই মামলার শুনানি এবং সিদ্ধান্তে পৌঁছানোর দায়িত্ব আদালতের।’

ফ্রান্স টোয়েন্টিফোরের প্রতিবেদন অনুসারে, আদালতে আজ তার বিরুদ্ধে আনা ৩২টি ফৌজদারি অপরাধের মধ্যে ধর্ষণেই চারটি অভিযোগ রয়েছে।

ধর্ষণের অভিযোগগুলো ছাড়াও প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে পারিবারিক নির্যাতন, অন্য একজন প্রাক্তন সঙ্গীর বিরুদ্ধে সহিংসতা, শান্তি বিঘ্নিত করা, ভাঙচুর ও আইন লঙ্ঘনের বেশ কয়েকটি অভিযোগ।

পাবলিক প্রসিকিউটর স্টার্লা হেনরিকসবো সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে বেশ কয়েকজন নারীর অজান্তে বা সম্মতি ছাড়াই তাদের অশালীন ছবি তোলার অভিযোগও আনা হয়েছে।

তিনি বলেন, ‘এগুলো অত্যন্ত গুরুতর কাজ, যা দীর্ঘস্থায়ী ক্ষত রেখে যেতে পারে এবং জীবন ধ্বংস করতে পারে।’

হোইবির বিরুদ্ধে যে চারটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছে, তা ২০১৮, ২০২৩ এবং ২০২৪ সালে সংঘটিত হয়েছিল। ২০২৪ সালের আগস্টে যে ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল, সেই ঘটনায় হামলা ও ভাঙচুরের কথা ইতোমধ্যেই তিনি স্বীকার করেছেন।

তার আইনজীবী এলেন হোলাগার অ্যান্ডেনেস আগে বলেছিলেন, হোইবি নিজের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অস্বীকার করেছেন। সোমবার মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধের পর অ্যান্ডেনেস তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেননি।

হোইবি চার বছর বয়সে আলোচনায় আসেন, যখন তার মা নরওয়ের যুবরাজকে বিয়ে করেন। এরপর তার আরও দুটি সন্তান হয়। রাজকীয় দম্পতি তাকে তার সৎ ভাইবোন রাজকুমারী ইনগ্রিড আলেকজান্দ্রা এবং প্রিন্স সোভের ম্যাগনাসের সঙ্গেই লালন-পালন করেছেন। তবে তিনি কোনো সরকারি ভূমিকায় নেই বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ