1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন। - Crime Report 24
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সেনবাগ ক্রিকেট ক্লাবের উন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় সভা-বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: নাজমুল ইসলাম মানিক-এর পাশে থাকার অঙ্গীকার কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনায় আন্তঃবিভাগীয় সভা অনুষ্ঠিত আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গফরগাঁও থেকে পুলিশের পরিচয়ে মুঠোফোনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকির অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ পাঁচবিবিতে ধানের শীষের গনসংযোগ ও লিফলেট বিতরণ সাঘাটায় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম গ্রেফতার

ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ পুরস্কার পেলেন ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন।

  • প্রকাশকাল: সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
দেশের মৎস্য সম্পদের সম্প্রসারণ, সংরক্ষণ, উন্নয়ন এবং টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২৪ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ দেশব্যাপী উদযাপিত
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫- এর উদ্বোধন অনুষ্ঠান সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, প্রধান অতিথি বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী মুহাম্মাদ আল আমিন, বিশেষ অতিথি বক্তব্য দেন ডুমুরিয়া‌ থানার অফিসার্স ইনচার্জ মোঃ মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সপেক্টর মোঃ মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান,স্বাগত বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার প্রণব কুমার দাস,
বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আব্দুল মালেক, কৃষ্ণপদ বৈরাগী, এড্য আলমগীর হোসেন,
অতিথিরা তাদের বক্তব্য বলেন, দেশের আপামর জনগোষ্ঠীর নিরাপদ আমিষ ও পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি সম্প্রসারণ, বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাতের অবদান অনস্বীকার্য। নদ-নদী, খাল-বিল, পুকুর, হাওর-বাওড় নিয়ে বাংলাদেশে অভ্যন্তরীণ মুক্ত জলাশয় আছে ৩৮.৬ লক্ষ হেক্টর, আর বদ্ধ জলাশয় আছে ৮.৫ লক্ষ হেক্টর এবং দক্ষিণের সুবিস্তৃত ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটার সামুদ্রিক জলসীমা আমাদের মৎস্য সম্পদের উৎস। মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন, ব্যবস্থাপনা, টেকসই আহরণ ও উৎপাদনে সরকার কার্যকর, সময়োপযোগী, কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করে চলেছে। তাই বাংলাদেশ আজ মাছে স্বয়ংসম্পূর্ণ। গবেষণালব্ধ, বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব মৎস্য আহরণ, মৎস্য চাষ এবং সামুদ্রিক মৎস্য সম্পদের উন্নয়ন ও ব্যবস্থাপনার পাশাপাশি অভ্যন্তরীণ জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ; যেমন- রুই, কাতলা, মৃগেল, ময়না তারা, পুঁটি, টেংরা, কৈ, শিং, মাগুর, শৈল, টাকি, বাইন,বোয়াল, আইড়সহ অন্যান্য বিপন্ন বা বিলুপ্তপ্রায় প্রজাতির মাছের অভয়াশ্রম প্রতিষ্ঠা ও এর টেকসই ব্যবস্থাপনার দৃঢ় প্রত্যয়ে এবারের জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপিত হলো।
আলোচনার পূর্বে একটি বিশাল র‍্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ করেন শহীদ যোবায়েদ আলী মিলানাতনে সামনে এসে ।
উদ্বোধন অনুষ্ঠানে মৎস্য খাতে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ডুমুরিয়া উপজেলায় ৫ জন কে বিভিন্ন বিভিন্ন পর্যায়ে জাতীয় মৎস্য পদক হিসেবে ক্রেস্ট ও সার্টিফিকেট ২০২৫ প্রদান করা হয়। পুরস্কার পেলেন ডুমুরিয়া উপজেলার টিপনা নতুন রাস্তা চিংড়ি চাষী ক্লাস্টার লিডার সাংবাদিক শেখ মাহতাব হোসেন, পুরস্কার পেলেন বাগদা চিংড়ি উৎপাদন সফল চাষী প্রশান্ত কুমার ঘোষ, পুরস্কার পেলেন আধা নিবিড় পদ্ধতিতে সফল বাগদা চিংড়ি চাষী নিত্যনন্দ মন্ডল, পুরস্কার পেলেন গলদা কার্প মিশ্র সফল চাষী শেখ শাহিনুর রহমান, গলদা উৎপাদন সফল ক্লাস্টার চাষী মারুফ সরদার, পুরস্কার পেলেন তাদের কে অতিথি বৃন্দ ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
উল্লেখ্য ২০২৫ সালের মৎস্য সপ্তাহের কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন বিশেষ গুরুত্ব পেয়েছে। কেন্দ্রীয়ভাবে সারাদেশে সপ্তাহব্যাপী র‌্যালি, সেমিনার, প্রযুক্তি প্রদর্শন, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, মতবিনিময় সভা, সমাপনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সার্বিক সঞ্চালনায় ছিলেন ডুমুরিয়ার শেখ আমজাদ হোসেন,দাদু ভাই মৎস্য অফিসের টেকনিক্যাল অফিসার আশিকুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ