1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত - Crime Report 24
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন ফেনী জেলা সিএনজি মালিক সমিতির আত্মপ্রকাশ রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত সেনবাগ ক্রিকেট ক্লাবের উন্নয়ন নিয়ে প্রাণবন্ত মতবিনিময় সভা-বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়ানুরাগী মো: নাজমুল ইসলাম মানিক-এর পাশে থাকার অঙ্গীকার কালিয়াকৈরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয় ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনায় আন্তঃবিভাগীয় সভা অনুষ্ঠিত আমতলীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত গফরগাঁও থেকে পুলিশের পরিচয়ে মুঠোফোনে সাংবাদিককে প্রাণ নাশের হুমকির অভিযোগ ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক গাঁজাসহ গ্রেফতার ০২ পাঁচবিবিতে ধানের শীষের গনসংযোগ ও লিফলেট বিতরণ সাঘাটায় মাদক ব্যবসায়ী সাইফুল ইসলাম গ্রেফতার

রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

  • প্রকাশকাল: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রিয়াজুল হক সাগর, রংপুর।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি–এই প্রতিপাদ্যে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস, ২০২৫ উদ্যাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বুধবার (২২শে অক্টোবর) সকালে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুরের স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্মসচিব) মো. আবু জাফর। জেলাপ্রশাসন ও বিআরটিএ রংপুর সার্কেলের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন করা হয়। নিরাপদ সড়ক নিশ্চিতে সড়কের অবকাঠামোগত উন্নয়ন ও আইন প্রণয়ন করা হলেও নানাবিধ কারণে দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না।

সড়ক দুর্ঘটনার কারণ উল্লেখ করে মো. আবু জাফর বলেন, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক, বেপরোয়াভাবে গাড়ি চালানো, পথচারীদের অসাবধানতা প্রভৃতি কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। রাস্তা সংস্কারের পরও দুর্ঘটনা কমার বিষয়ে তিনি বলেন, ধীর ও দ্রুত গতির যানবাহনের জন্য পৃথক লেনের ব্যবস্থা থাকলেও অনেক সময় চালকদের অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটছে।

তিনি বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা কমানোর লক্ষ্যে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শুধু আইন প্রণয়ন ও প্রয়োগের মাধ্যমে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব নয়, উল্লেখ করে তিনি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও দুর্ঘটনারোধে সংশ্লিষ্ট সকলকে সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলাপ্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল বলেন, বর্তমানে দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন অসংখ্য মানুষ আহত ও নিহত হচ্ছে। উল্টো পথে গাড়ি চালানো, অযথা ওভারটেকিংয়ের মানসিকতা, সাধারণ মানুষের ওভারব্রিজ ব্যবহারে অনাগ্রহ, ট্রাফিক আইন না মানার প্রবণতাকে তিনি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

হেলমেট ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতি এড়াতে বাইক চালকদের অবশ্যই মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। দ্রুত গন্তব্যে পৌঁছানোর লক্ষ্যে তাড়াহুড়ো ও অস্থিরতার মানসিকতা পরিহার করে তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ডিআইজি রংপুর রেঞ্জের পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স) বি এম আশরাফুল উল্যাহ তাহের, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম উত্তর) মারুফ আহমেদ, রংপুর পুলিশ সুপার কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. জয়নাল আবেদীন, রংপুর জেলা পরিবহণ মালিক সমিতির প্রতিনিধি অসীম বারী, জেলা পরিবহণ শ্রমিক সমিতির প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে অনুষ্ঠানের শুরুতে তথ্যচিত্র উপস্থাপন করেন বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মো. শফিকুল আলম সরকার।

সভা শেষে মোটরবাইক চালকদের মাঝে ১০০ (একশত)টি হেলমেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এরপূর্বে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা রংপুর জেলাপ্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ