স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের বারকোনা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২৩০ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সকালে পরিদর্শক তরুণ কুমার রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটক সাইফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৩৮), পিতা চান মিয়া, গ্রামঃ বারকোনা, ইউনিয়নঃ কামালেরপাড়া, উপজেলাঃ সাঘাটা, জেলাঃ গাইবান্ধা।
পুলিশ সূত্রে জানা যায়,
মঙ্গলবার (২১-১০-২০২৫ইং তারিখে) রাতে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম এর নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বারকোনা এলাকায় অভিযান চালায়। এ সময় সাইফুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুল স্বীকার করে যে তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এই ঘটনায় সাঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ (সংশোধিত) আইনের ৩৬(১) ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে । গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সাঘাটা থানার ওসি মোঃ বাদশা আলম বলেন,
“মাদক নির্মূলে পুলিশ সর্বদা সচেষ্ট। এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।”
স্থানীয় জনগণ এ অভিযানকে স্বাগত জানিয়ে পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন।
Leave a Reply