1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. mehedyhasan321m@gmail.com : Mehedy Hasan : Mehedy Hasan
  6. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  7. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  8. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
চিত্রপরিচালক তারেক মাসুদ চলে যাওয়ার ১৪ বছর আজ - Crime Report 24
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে লোগাংয়ে অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তা নিশ্চিতে খাগড়াছড়ি জেলা পুলিশের প্রস্তুতি সভা ভালুকায় মানবাধিকার ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় গুনিজন সম্মাননায় ভূষিত মোঃ আমির আলী ফকির। পলাশবাড়ির নিজ বাড়িতে পৌঁছেছে শান্তি মিশনে শহীদ সবুজ মিয়ার মরদেহ : দাফন সম্পন্ন রংপুর সদর আসনে জি.এম কাদেরের মনোনয়নপত্র সংগ্রহ গাজীপুর-১ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর সাথে কালিয়াকৈর মৎস্য আড়তদার ব্যবসায়ীদের মতবিনিময় খাগড়াছড়িতে ইট সংকট: বন্ধ ইটভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ, জনভোগান্তি খাগড়াছড়িতে ৪০ জন অসহায় মানুষের পাশে খাগড়াছড়ি রিজিয়ন ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুভ উদ্বোধন ত্রিশালে আন্তঃ জেলা অটোরিক্সা চোর চক্রের ৯ মামলার আসামীসহ ৩ সদস্য গ্রেফতার মুরাদনগরে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

চিত্রপরিচালক তারেক মাসুদ চলে যাওয়ার ১৪ বছর আজ

  • প্রকাশকাল: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

তারেক মাসুদ। চিত্রপরিচালক। চলচ্চিত্র সংসদ আন্দোলনের একনিষ্ঠকর্মী । বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে দেশে ও বিদেশে ব্যাপক আলোচিত হয়েছেন তিনি। চলচ্চিত্র নির্মাণের কোন ছকে বাঁধা নিয়মে ছিলেন না তারেক মাসুদ। সমকালীন জীবনযাত্রা, সমাজ ব্যবস্থা, লোকসংস্কৃতি এই ধরণের নানান বিষয় নিয়ে তিনি বানিয়েছেন কাহিনীচিত্র কিংবা তথ্যচিত্র।

শিল্প-সংস্কৃতি ও দর্শনচর্চায় নিজেকে যুক্ত রেখেছেন সবসময় । বাংলা চলচ্চিত্রে নতুন ধারার সূচনা করেছিলেন তিনি। তরুণ চিত্রনির্মাতাদের কাছে ছিলেন স্বপ্নপুরুষ । প্রথম বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে অস্কারে স্থান পেয়েছিল তাঁর নির্মিত ‘মাটির ময়না’ ছবিটি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ এবং বিদেশ থেকে পেয়েছেন বহু পুরস্কার, পদক ও সম্মাননা।
চিত্রপরিচালক তারেক মাসুদ চলে যাওয়ার ১৪ বছর আজ । তিনি ২০১১ সালের ১৩ আগস্ট, মানিকগঞ্জের ঘিওরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। প্রয়াত তারেক মাসুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তারেক মাসুদ ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর, ফরিদপুর জেলার, ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মশিউর রহমান মাসুদ ও মায়ের নাম নুরুণ নাহার মাসুদ । ভাঙ্গা ঈদগা মাদ্রাসায় প্রথমে পড়াশোনা শুরু করেন তিনি। পরবর্তীতে ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মৌলানা পাস করেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি ফরিদপুরের ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রাইভেট পরীক্ষায় অংশ নিয়ে ম্যাট্রিক পাস করেন। আইএ পাস করেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে। এরপর প্রথমে নটর ডেম কলেজে ভর্তি হলেও, পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

বিশ্ববিদ্যালয় জীবন থেকেই লেখক শিবির, বামরাজনৈতিক আন্দোলন এবং বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সাথে সক্রিয়ভাবে যুক্ত থেকেছেন তারেক মাসুদ।

১৯৮২ সালের শেষের দিকে ‘বাংলাদেশ ফিল্ম আর্কাইভ’ থেকে ‘ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স’ শেষ করে প্রামাণ্যচিত্র নির্মাণ শুরু করেন। তাঁর প্রথম নির্মিত ‘আদম সুরত’ নামে প্রামাণ্যচিত্রটি ছিল বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতানের জীবনের উপর। সাত বছরব্যাপি এটির নির্মাণ কাজ চলে। এরপর আরো বেশ কিছু ডকুমেন্টারি, অ্যানিমেশন এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন তিনি।

তারেক মাসুদ ১৯৯৬ সালে নির্মাণ করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একটি ভ্রাম্যমাণ গানের দলকে নিয়ে ‘মুক্তির গান’। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে মার্কিন নির্মাতা লিয়ার লেভিনের ক্যামেরায় ধারণ করা ফুটেজের সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংরক্ষণাগার থেকে নেয়া ফুটেজ জুড়ে দিয়ে এই ছবিটি নির্মাণ করা হয়।

তারেক মাসুদ আরো নির্মাণ করেন- মুক্তির কথা (ভিডিও চলচ্চিত্র), মাটির ময়না, অন্তর্যাত্রা, নরসুন্দর (স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র), রানওয়ে, কাগজের ফুল(এই ছবি নির্মাণ করা অবস্থায় তিনি মারা যান)। স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য, প্রামাণ্যচিত্র ও অ্যানিমেশন সবমিলিয়ে তিনি মোট ১৬টি চলচ্চিত্র নির্মাণ করেছেন।

চলচ্চিত্র নির্মাতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার’সহ পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তারেক মাসুদের চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। প্রসংশিত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে তাঁর নির্মিতি চলচ্চিত্র।

ব্যক্তিগত জীবনে তারেক মাসুদ, একজন মার্কিন নাগরিক ক্যাথরিন-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন । এই দম্পতির বিংহাম পুত্রা মাসুদ নিশাদ নামে এক ছেলে রয়েছে।

বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতাদের সংগঠন ‘শর্ট ফিল্ম ফোরাম’-এর প্রতিষ্ঠাতা সদস্য তারেক মাসুদ। ১৯৮৮ সালে ঢাকায় অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের, কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন তিনি। এছাড়া কয়েকটি সাময়িকী ও পত্রিকায় চলচ্চিত্র বিষয়ে লেখালেখিও করতেন। ক্যাথরিন এবং তারেক মাসুদ মিলে ‘অডিওভিশন’ নামে ঢাকায় একটি চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ