শারমিন সরকার বৃষ্টি:খাগড়াছড়ি জেলা প্রতিনিধি,
খাগড়াছড়ি জেলা ছাত্রদলের উদ্যোগে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ জুন ২০২৫) কলাবাগানস্থ বৈঠকের হল রুমে এই শিক্ষা উপকরণ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের দেশ বাঁচাতে এবং জনগণের জন্য কাজ করতে হলে নিজেদের দক্ষ করে গড়ে তোলার জন্য প্রস্তুতি নিতে হবে বলে তিনি মন্তব্য করেন। তাই অভিভাবকদে সন্তানদের প্রতি যত্মবান হওয়ার ও তাগিদ দেন ওয়াদুদ ভূইয়া।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল সঞ্চালনায় অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন -জেলা বিএনপির যুগ্মসম্পাদক
অ্যাড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সহ- ছাত্র বিষয়ক সম্পাদক শাহেদুল হোসেন সুমন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, সিনিয়র যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: রফিক, প্রচার সম্পাদক জাকির হোসেন জিকুসহ ছাত্রদলের নেতাকর্মী ও পাহাড়ি-বাঙ্গালী সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
Leave a Reply