1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
মোবাইল চুরির দায়ে খুনের ঘটনায় পাবনায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট - Crime Report 24
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্ধিত সভা অনুষ্ঠিত : ১৫ নভেম্বর পুনর্মিলনী আয়োজনের সিদ্ধান্ত খায়ের মঞ্জিল দরবার শরিফ পরিচালনা কমিটি গঠিত : সভাপতি মোঃ মোস্তফা কামাল মানিক ও সাধারণ সম্পাদক প্রফেসর শেফায়েত হোসেন ইউরোপ-বাংলাদেশ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বাংলাদেশ চ্যাপ্টারের উদ্বোধন সুনামগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রায় হাজাঁরো সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত সুনামগঞ্জের গৌরারং ও বিশ^ম্ভরপুরের ফতেপুর দুটি ইুইনয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ করেন এড. নুরুল ইসরাম নুরুল শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে জিডিএম ডিপার্টমেন্টের পোর্টফোলিও এবং এক্সিবিশন কোর্সের প্রদর্শনী শুরু। ময়মনসিংহ সিপিএসসি, র‌্যাব-১৪, কর্তৃক অভিযানে শিশু বলৎকার (ধর্ষণ) মামলার প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রামে ঝটিকা মিছিলের অভিযোগে ও মিথ্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার মাইজভাণ্ডারী মানব কল্যাণ সংস্থার নবগঠিত ৪র্থ কার্যকরী  পরিষদের অভিষেক  ও আলোচনা সভা

মোবাইল চুরির দায়ে খুনের ঘটনায় পাবনায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট

  • প্রকাশকাল: বুধবার, ১৮ জুন, ২০২৫

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ

মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে রাসেল হোসেন (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় পাবনায় দুটি বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে।

রবিবার (১৫ জুন) রাত ৮ টার দিকে জাফরাবাদ এলাকার আব্দুল বারেক মোল্লা ও হোসেন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করে। এছাড়াও ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়৷ বাড়ির মহিলাদেরও লাঞ্চিত করা হয়। এর আগে শনিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার জাফরাবাদ এলাকায় হত্যকান্ডের ঘটনা ঘটে। নিহত রাসেল (৩১) জাফরাবাদ এলাকার নজির হোসেন ছেলে।

যাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে তারা হলেন- জাফরাবাদ গ্রামের আহমেদ মোল্লার ছেলে হোসেন মোল্লা, মৃত আজহার মোল্লার ছেলে আব্দুল বারেক মোল্লা। তারা কৃষি কাজ ও মাছ চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত শনিবার রাতে নিহত রাসেলের প্রতিবেশী মকবুল হোসেনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এর পর ওই এলাকার জনৈক যুবক তানজিল হোসেন (৩২) মোবাইল ফোন চুরির জন্য রাসেলকে দায়ী করেন এবং সেটি ফিরিয়ে দেওয়ার জন্য রাসেলকে চাপ দেন। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে তানজিলকে মারধর করেন।

এরই জের ধরে তানজিল ও মকবুলের সহযোগীরা রাসেলদের বাড়িতে হামলা চালায় এবং রাসেলকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায়। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়।

রোববার দুপুরে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ ২ নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করে। তারা হলেন- জাফরাবাদ গ্রামের জালাল উদ্দিনের ছেলে তানজিল হোসেন (২৭), আব্দুল্লাহর মেয়ে আফরোজা খাতুন (২৪) এবং খাদিজা খাতুন (২৮) ধর্মগ্রাম গ্রামের খোদাবক্স ছেলে মোঃ মুতাই (৩৫), একই গ্রামের মৃত নবাব আলী খাঁ ছেলে মোঃ আব্দুল মমিন খাঁ (৪২)।

এরপর রোববার রাত ৮ টার দিকে নিহত রাসেলের বাবা নজির হোসেনের নেতৃত্বে পাবনা শহর থেকে যাওয়া একদল দুর্বৃত্ত প্রথমে জাফরাবাদ গ্রামের আহমেদ মোল্লার ছেলে হোসেন মোল্লার বসত বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ব্যাপক লুটপাট করে। বাড়ির আলমারিতে থাকা স্বর্ণের গহনাপত্র, নগদ টাকা সহ সব কিছু লুটপাট করে নিয়ে যাওয়া হয়। এরপর আগুন ধরিয়ে দিয়ে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পুরো বাড়ি আগুনে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫/৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অপরদিকে একই গ্রামের মৃত আজহার মোল্লার ছেলে আব্দুল বারেক মোল্লার বাড়িতে দুর্বৃত্তরা প্রবেশ করে ঘরের আলমারি ও সুকেশে থাকা যাবতীয় স্বর্ণের গহনা, নগদ টাকা ও জিনিসপত্র লুটপাট ও ভাঙচুর করে । বাড়ির গাছে থাকা কলা ও ব্যবসার জন্য বয়লার মুরগী পালন করাগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। এছাড়াও কবুতরও লুটপাট করা হয়। এসময় বাড়িতে থাকা মহিলাদের বেধড়ক মারপিট, অশ্লিল ভাষায় গালিগালাজ ও লাঞ্চিত করা হয়। অগ্নিসংযোগ করা হয়। এতে প্রায় ৪/৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। লুটপাট করা বয়লার মুরগী ও কবুতর নজির হোসেনের বাড়িতে নিয়ে রান্না করে উল্লাস করে খাওয়া দাওয়া হয়।

অগ্নিসংযোগ করা আব্দুল বারেকের বাড়ির একজন নারী সদস্য ফরিদা খাতুন বলেন, সেদিন রাত ৮ টার দিকে হঠাৎ ১৫/২০ টি মোটরসাইকেল নিয়ে একদল মানুষ আমাদের বাড়িতে আক্রমণ করে। আলমারিতে থাকা গহনাগাঁটি, নগদ টাকাসহ যাবতীয় জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এমনকি আমাদের বাড়িতে পালন করা বয়লার মুরগীও তারা লুটপাট করে নিয়ে যায়। এরপর আগুন ধরিয়ে দিয়ে চলে যায়। আসলে একটা মার্ডার হয়েছে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। আমাদের বাড়িতে আগুন দিয়ে পুরো পরিবারকে নি:শ করা হয়েছে। এ ঘটনার বিচার দাবি করেন তিনি।

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল সালাম জানান, এ ঘটনায় নিহত রাসেলের বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনায় জড়িত ৫ জনতে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগের বিষয়ে অবগত আছি কিন্তু কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে খতিয়ে দেখা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ