সাব্বির হোসেন।#
বাগেরহাট জেলাধীন ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়নে গত ৯/৫/২০২৫ রোজ শুক্রবার বিএনপির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।, সম্মেলনে খান শহীদ ও শেখ আকরাম হোসেন উপস্থিত হয়। সম্মেলন শেষে, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী শেখ আকরাম হোসেন, ও সাবেক মৎস্যজীবী দলের ফকিরহাট উপজেলা সাধারণ সম্পাদক খান শহীদ ।
বাড়ি ফেরার সময়, আনুমানিক রাত ৮ টার দিকে, মোটরসাইকেল চালিয়ে শহীদ ও শেখ আকরাম , কাটাখালি এলাকা দিয়ে ফিরছিলেন, কাটাখালি পর্যন্ত আসলে, নাম পরিচয় প্রকাশ্যে অনিচ্ছুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগ মিশ্রিত বিএনপি নামধারী ৫০ থেকে ৬০ জন, ২৫ থেকে ৩০ টা মোটরসাইকেলে এসে, আকরাম ও শহীদকে মেরে ফেলার উদ্দেশ্য দুপাশ থেকে ঘিরে ফেলে। শহীদ ও আকরাম জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করলে হামলা কারীরা তাদেরকে বেপরোয়া মারধর শুরু করে, একপর্যায়ে আকরাম ও খান শহীদ মাটিতে ঢলে পড়ে।
মারা গেছে ভেবে হামলাকারীর পালিয়ে যায়, যাওয়ার সময় খান শহীদের বহনকারী একটি মোটরসাইকেল, গলায় থাকা এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন, ও পকেটে থাকা নগর ৫১০০০/-টাকা নিয়ে যায়। আকরামের হাত থাকা আট আনা ওজনের একটি স্বর্ণের আংটি ও পকেটের টাকা নগদ ১০,৭০০/- টাকা নিয়ে যায় হামলাকারীরা।
হামলাকারীরা পালিয়ে গেলে, আকরাম ও শহীদকে পড়ে থাকতে দেখে কিছু পথচারী লোকজন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায় বর্তমান খান শহীদ ও শেখ আকরাম হোসেন ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply