1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
তেরখাদায় লিসের জমি ফেরত চাওয়াতে জমির মালিক কে কুপিয়ে জখম আহত।১৫ - Crime Report 24
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
আদিনা কলেজে বিশ্ব রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে “মির্জা রুহুল আমিন” স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন খাগড়াছড়ি জেলা কারাগার পরিদর্শন করেন -জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়িতে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত কালিয়াকৈরে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন তেরখাদায় লিসের জমি ফেরত চাওয়াতে জমির মালিক কে কুপিয়ে জখম আহত।১৫ এফএম বাহিনীর বহুরুপী মহিউদ্দিন আসলে কার? দীর্ঘ ১৭ বছরে হয়ে উঠেছেন বর্তমান সময়ের মহাশক্তিধর রেলের একক মাফিয়া কর্মকর্তা ও গড়ে তুকলেছেন ভয়ংকরতম দুর্নীতির এফএম রেল বাহিনী। ইসলামী ঐক্যজোটের সাথে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক সংলাপ চলছে। পূর্বধলার বখাটে পল্লবকে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে চির নিদ্রা শায়িত হলেন গফরগাওয়ের ইউপি চেয়ারম্যান মীর মোনায়েম সালেহীন সুবল

তেরখাদায় লিসের জমি ফেরত চাওয়াতে জমির মালিক কে কুপিয়ে জখম আহত।১৫

  • প্রকাশকাল: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

সি: স্টাফ রিপোর্টার সাব্বির হোসেন।#

খুলনা জেলাধীন তেরখাদা উপজেলা ৫ নং সদর ইউনিয়নের চর জয়সেনা পূর্বপাড় গ্রামের, মৃত মকবুল মোল্লার দুই ছেলে, আব্দুর রহমান ভেনু (৩৮)ও মোঃ মিশু মোল্লাকে (৩২) কুপিয়ে গুরুতর জখম করেছে। মোঃ পান্নু মোল্লা ও তার সাঙ্গোপাঙ্গ দল। জানা যায় এই পান্নু মোল্লা তেরখাদা ৫ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তেরখাদা থানা আওয়ামী লীগের সভাপতি, ওহিদুজ্জামানের আত্মীয় তার পাওয়ারেই চলে। পান্নুর বিরুদ্ধে, গাজা, মদ, ইয়াবা, সহ সকল মাদক ব্যবসায়ের সাথে জড়িত, এছাড়াও , চোরাচালান, নারী পাচার, খুন গুম ধর্ষণ ইত্যাদি বেআইনি কাজের সাথে লিপ্ত। তার বিরুদ্ধে এখনো খুলনা জজ কোর্টে মামলা চলমান আছে। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কার্যক্রম এখনো চালিয়ে যাচ্ছে পান্না। এছাড়াও জানা যায় সে জেল থেকে পলানো ফেরারি আসামি।

খোঁজ নিয়ে জানা যায় গত 20 বছর আগে মিশু ও আব্দুর রহমান ভেনুর পিতা মৃত মকবুল মোল্লার কাছ থেকে ৪ শতক জমি ১০০ টাকা করে প্রতি শতকে লিস হিসেবে নেন মোঃ হালিম মোল্লা।

এভাবেই পার হয়েছে ২০ বছর, বর্তমানে ওয়ারিশ সূত্রে জমির মালিক আব্দুর রহমান ভেন্যু (৩৮) ও মোঃ মিশু মোল্লা (৩২) উভয় পিতা মৃত মকবুল মোল্লা। কিছুদিন আগে আব্দুর রহমান ভেন্যু ও মিশু, হালিম মোল্লাকে বলে , ২০ বছর ধরে ১০০ টাকা করে দিচ্ছেন এখন তো আর ১০০ টাকা করে হয় না আমাদের ১০০ টাকা করে বাড়িয়ে ২০০ টাকা করে দেন। হালিম মোল্লা (৬৫) বলে আমার ছেলে পান্নু মোল্লা (৩৮) ও স্ত্রী লুসি বেগম (৫৫) এর সাথে কথা বলে জানাবো। বেশ কিছুদিন পর গত ৫/৫/২৫ ইং তারিখে হালিম মোল্লা জানান আমরা টাকা বাড়াতে পারবো না।

তখন মিশু বলে তাহলে জমি ছেড়ে দেন আমাদের জমি আমরাই চাষাবাদ করব, অনেক কথা কাটাকাটির পর হালিম মোল্লা জমি ছাড়তে রাজি হয়। গত ৬/৫/২৫ইং তারিখে হালিম মোল্লা ও তার ছেলে পান্নু মোল্লা। আব্দুর রহমান ভেনু ও মিশু মোল্লাকে জমি বুঝিয়ে দেন এবং পান্নু মোল্লা হুমকি দিয়ে বলে জমি বুঝিয়ে দিলাম যদি পারিস জমি খেয়ে দেখাস কেমন বাপের বেটা।

পরদিন সকালে অর্থাৎ ৭-৫-২০২৫ ইং সকাল আনুমানিক ৭ টার সময় আব্দুর রহমান ভেনু ও মিশু মোল্লা, জমিতে চাষাবাদ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়, জমিতে যাওয়ার রাস্তা, পান্নুদের বাড়ির পাশ দিয়ে বিলে যাওয়ার রাস্তা একই রাস্তা। সেখানে আগে থেকেই প্লান করে উৎ পেতে ছিলো পান্নু ও তার সহযোগীরা। সেখান দিয়ে যাওয়ার সময়।
১/ পান্নু মোল্লা(৩৮)
২/ হালিম মোল্লা(৬৫)
৩/ ফুল মিয়া মোল্লা (৪১)
৪/ রাজু মোল্লা (২৩)
৫/ রেজা মোল্লা (২০)
৬/রোমান মোল্লা (২৩)
৭/ সজল মোল্লা (২০)
৮/ সালাম মোল্লা (৫৫)
৯/ হানেফ মোল্লা (৫০)
সহ অজ্ঞাত আরো ২০/৩০ জন।
আব্দুর রহমান ভেনু ও মিশু মোল্লাকে ঘেরাও করে বাড়ির ভিতরে নিয়ে দেশীয় অস্ত্র রামদা, চাইনিজ কোরাল, ঝাঁপি, ভেলা দিয়ে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি ও কোপাতে থাকে। পান্নু মোল্লা রামদা দিয়ে মিশুর মাথায় কোপ মারলে মিশু সাথে সাথে মাটিতে ঢলে পড়ে। আব্দুর রহমান ভেনু ও মিশুর চিৎকারের আওয়াজ শুনে, তাদের বাড়ি থেকে লোকজন দৌড়ে আসে ঠেকানোর জন্য। তখন পান্নু ও তার বাহিনী তাদেরকেও মারধর শুরু করে।
তখন তারাও প্রাণ বাঁচাতে তাদেরকে ধাওয়া করে শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ।

সংঘর্ষে দুই পক্ষের লোক, প্রায় ২০ থেকে ২৫ জনের মতো আহত হয়, তবে মিশু ও আব্দুল রহমান ভেন্যুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনার খবর পেয়ে তেরখাদা থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান সঙ্গীও ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং ৫ জনের একটি পুলিশের টিম সারাদিন সেখানে ডিউটিতে থাকে।

এবং আহতদের দ্রুত চিকিৎসার জন্য তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান, সেখান থেকে চিকিৎসক পরামর্শ দেয় খুলনা নিয়ে যেতে, বর্তমান সবাই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ