1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে রাফা নাঈমের বাজিমাত - Crime Report 24
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান শিক্ষার অগ্রগতি ও উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত কলাপাড়ায় অসহায় গৃহহীনের জন্য ঘর নির্মাণ’র চাবি হস্তান্তর ও খাদ্য সহায়তা প্রদান আমতলীতে তালাকের তথ্য গোপন করে সাবেক স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক, আদালতে মামলা! কলাপাড়ায় শ্রমিকলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক দল নেতার হামলায় গুরুতর আহত-৩ পায়রা সমুদ্র বন্দর এবং বরিশালের উন্নয়ন ঘিরে গভীর ষড়যন্ত্র ধামরাইয়ে সেলফি পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত আপেলের পাহাড়ে নতুন লুকে শাবনূর ময়মনসিংহ সিপিএসসি, র‍্যাব-১৪ কর্তৃক মাদকসহ ০১ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সহ দুই শিক্ষকে অব্যাহতি পাবনা ৪- আসনের জামায়াতে মনোনিত এমপি পার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের গণসংযোগ

অভিনয় শিল্পী সংঘের নির্বাচনে রাফা নাঈমের বাজিমাত

  • প্রকাশকাল: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

নিজম্ব প্রতিবেদক: টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘের’ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। সেখানে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন রাফা নাঈম। তিনি ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

গতকাল শনিবার (১৯ এপ্রিল) দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত সাড়ে আটটায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ।যেখানে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা রাশেদ মামুন অপু।

এছাড়াও সহ-সভাপতি পদে অভিনেতা মো. ইকবাল বাবু, আজিজুল হাকিম ও শামস সুমন নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুদ রানা মিঠু। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজাত শিমুল ও রাজিব সালেহীন।আইন ও কল্যাণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সূচনা সিকদার। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আর এ রাহুল। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মুকুল সিরাজ। অনুষ্ঠান সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এ সালাম সুমন।

এছাড়া সাতটি কার্যনির্বাহী সদস্য পদের জন্য রাফা নাঈম ছাড়াও নির্বাচিত হয়েছেন ইমরান হাসো, জুলফিকার চঞ্চল, শিউলি শিলা, শিপন, রেজাউল রাজু ও তুহিন চৌধুরী।

এছাড়া অর্থ সম্পাদক ও দপ্তর সম্পাদক পদে যথাক্রমে নুরে আলম নয়ন ও তানভির মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদের প্রার্থীরা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলে।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সহযোগী হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডের সদস্যরা হলেন- মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে রাফা নাঈম বিজয়ী হওয়ার বিষয়ে বলেন, “এই বিজয় আমার জন্য সহজ ছিল না। অভিনয় শিল্পীদের ভালোবাসার ফলে আজকের এই বিজয়। সবাই আমাকে এতোটা ভালোবাসে সেটি নির্বাচনে অংশ না নিলে বুঝতে পারতাম না। আশাকরি তাদের ভালোবাসার প্রতিদান দিতে পারব নিজের কাজের মধ্যে ও তাদের পাশে থেকে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ