শারমিন সরকার বৃষ্টি
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি::
চবি’র অপহৃতদের মুক্তির দাবীতে উত্তাল হয়ে উঠতে শুরু করেছে খাগড়াছড়ি। অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী মুক্তির ছাড়াও রাঙামাটিতে এক তরণী ধর্ষনে জড়িতদের গ্রেফতারের দাবীও জানান বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে।
রবিবার (২০ এপ্রিল ২০২৫) সকালে খাগড়াছড়িস্থ ‘আদিবাসী’ ছাত্র সমাজ নামে একটি সংগঠন খাগড়াছড়ির মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি জেলা জর্জ কোর্ট সংলগ্ন বটতলায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা অপহরণের জন্য ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)কে দায়ী করে অপহৃতদের উদ্ধারে আইনি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে অপহরকারীদের শাস্তির দাবি করেন। এ সময় রাঙামাটির কাউখালিতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক ফাহিমকে গ্রেফতার করে বিচারে দাবিও জানানো হয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)র কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েল চাকমা, খাগড়াছড়ি সরকারী কলেজের শিক্ষার্থী সমিতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারী মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, বিএমসির সভাপতি উক্যনু মারমা বক্তব্য রাখেন।
গত বুধবার (১৬ এপ্রিল) সকালে বৈসাবি উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে অপহরণের শিকার হন। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)কে দায়ী করা হলেও সে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।
Leave a Reply