মোঃ আরিফুল ইসলাম মুরাদ
এইদিনটি আমার কাছে যেমনি সম্মানের তেমনি আনন্দের। তাই আজ আর মনের আনন্দ প্রকাশ করতে পারছি না, কেননা যাদের নিয়ে আনন্দ প্রকাশ করবো তা যেন অসম্পূর্ণ।
১৯৭০ সালের ১৮ ই এপ্রিল এই দিনে শ্রদ্ধাভাজন জননেতা, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিস্ট সহচর মরহুম আব্দুল মমিন সাহেব ও শ্রদ্ধেয়া জনাব রেবেকা মমিন এম পি শুভ পরিণয়ে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেছিলেন।
তাই এইদিনে আমি আমরা দোয়া করি মহান আল্লাহর কাছে তিনি যেন শ্রদ্ধাভাজন জননেতা মরহুম আব্দুল মমিন সাহেব কে বেহেশত নসিব করেন এবং তাঁর জীবনসঙ্গিনী জনাব রেবেকা মমিনকে চলার পথে শক্তি দেন ও সুস্থতা দেন যাতে আগামী দিনে দৃঢ মনোবলের সাথে সাহসের সহিত মোহনগন্জ মদন ও খালিয়াজুরীর মানুষের পাশে থেকে উন্নয়নের দৃস্টান্ত রাখার সৌভাগ্য দেন।
তাই দেশবাসী ও দলীয় ভাই বোনেরাও দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখবেন শ্রদ্ধেয়া রেবেকা মমিন।।
শুভ কামনা”””
শুভ বিবাহবার্ষিকী।।
Leave a Reply