মোঃ আরিফুল ইসলাম মুরাদ সাংবাদিক দৈনিক আমাদের মাতৃভূমি বুরো চিফ।
মোহনগঞ্জ (নেত্রকোণা) সংবাদদাতা :
নেত্রকোনার মোহনগঞ্জ মডেল মসজিদের সহকারী ইমাম হাফেজ মোঃ সাইদুর রহমানকে খুনের উদ্দেশ্যে মারপিট করার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় বারহাট্টা থানাধীন নূরুল্লারচর গ্রামের ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) সহ অজ্ঞাত আরো ১০জনকে আসামী করা হয়। মোহনগঞ্জ থানা ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে মোহনগঞ্জ বড় মসজিদের পশ্চিমের রাস্তায় ওই হামলার ঘটনা ঘটে। এসময় আসামীরা সঙ্গবদ্ধ হয়ে দা, রামদা, কুড়াল, চাইনিজ কুড়াল, টেটা, বল্লম ইত্যাদি নিয়ে হাফেজ মোঃ সাইদুর রহমানকে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে আসামীরা হাফেজ মোঃ সাইদুর রহমানের পকেট থেকে নগদ ২০ হাজার টাকা ও তার মটর সাইকেল নিয়ে চলে যায়। উল্লেখ্য যে, বুধবার দুপুরে ওই হামলার বিচারের দাবিতে মোহনগঞ্জ উপজেলা পরিষদ গেইটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে হাফেজ মোঃ সাইদুর রহমান, মাওলানা শুয়াইব বিন মুজিব ও মাওলানা তোফালে আহমেদ হাবিবীর ওপর হামলার ঘটনায় দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। মোহনগঞ্জ থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, হাফেজ মোঃ সাইদুর রহমান বাদী হয়ে ইলিয়াস হোসাইন আরাবী (২৮) ও তার ভাই মেহেদী হাসান (২২) দুইসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের নামে মামলা করেছেন। মামলা নং- ১০, তারিখ- ১৭.০৪.২০২৫ইং। মোটর সাইকেলটির বিষয়ে তিনি বলেন এখনো মোটর সাইকেল উদ্ধার হয়নি। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য যে, আমিরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী (রহ.) সহ দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে গালমন্দকারী বেয়াদব ইলিয়াস ও তার ভাই গত ৭ এপ্রিল মোহনগঞ্জে হেফাজতে ইসলাম ও তৌহিদী জনতার উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে অনুষ্ঠিত মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ঐ দিন কয়েকজন আলেমের ওপর হামলা চালায়। সম্প্রতি মোহনগঞ্জের কয়েকজন আলেমকে ফেসবুকে হত্যার হুমকিও দিয়েছে। সর্বশেষ মডেল মসজিদের মুয়াজ্জিন হাফেজ সাইদুর রহমানের উপর সন্ত্রাসী হামলা করে। এই ঘটনায় মোহনগঞ্জের সর্বস্তরের আলেম উলামা ঐক্যবদ্ধ হয়ে গতকাল মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
৪৮ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করার জন্য দাবি জানানো হয়।
Leave a Reply