1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বয় সভা - Crime Report 24
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সমন্বয় সভা

  • প্রকাশকাল: সোমবার, ২৪ মার্চ, ২০২৫

স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ঠাকুরগাঁওয়ে স্থানীয় কর্তৃপক্ষদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

যুক্তরাজ্যের এফসিডিও’র আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পৃষ্ঠপোষকতায় সোমবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে এই সভার আয়োজন করে (এম এ এফ) মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম।

মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম এর সাংগঠনিক সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবুল বাশার মোহাম্মদ সায়েদুজ্জামান, এলজিইডির উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের, ঠাকুরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আফরিনা মল্লিক তন্বী, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী জয়ন্ত কুমার রায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান, জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি মুরাদ হোসেন প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আলী ইজাদ।

সভায় বক্তারা বলেন, জেলার মানুষজনকে ন্যুনতম চিকিৎসা সেবা নিতে বিভাগীয় শহর রংপুর বা পাশের জেলা দিনাজপুরে যেতে হয়। ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপন হলে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক ও অধ্যাপক এখানে থাকবেন। ফলে মানুষ উন্নত চিকিৎসা সেবা নিতে পারবেন। সভায় শুধু জেলা হাসপাতালই নয়, উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

সভায় ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ ও সদর হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবি জানিয়েছেন রাজনৈতিক দল, চিকিৎসক, সরকারি ও বেসরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ