শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে পানছড়ি মোল্লা পাড়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ মার্চ ২০২৫) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ জাকারিয়া বিন জামান আহমদ পুকুরবী হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রফেসর আবদুল লতিফ, শহিদুল ইসলাম সুমন, অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম উদ্দিন, পানছড়ি বাজার চৌধুরী ইখিন চৌধুরীসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রোজা আত্মশুদ্ধি, ধৈর্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। পরে দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply