মো: শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি।
জামালপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান কাবুলকে মারধর, বসতবাড়ি ভাঙচুর, স্বর্ণালংকারসহ সাড়ে ৬ লাখ টাকা লুটপাট করার অভিযোগ উঠেছে তার ভগ্নিপতি ও দুই ভাগ্নের বিরুদ্ধে।
শুক্রবার রাতে জামালপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
আহত কামরুল হাসান কাবুলের অভিযোগ, শুক্রবার সকালে তিনি শহরের দেওয়ানপাড়ায় একটি কম্পিউটারের দোকানে বসে তার পৈত্রিকসূত্রে প্রাপ্ত জমি বিক্রির জন্য সাড়ে ৬ লাখ টাকা বায়না নেন। এ সময় তার ভগ্নিপতি বকশীগঞ্জ ভূমি অফিসের কর্মচারী জহুরুল ইসলাম, দুই ভাগ্নে সাজ্জাদ হোসেন সজীব ও কামরুল ইসলাম ইমরান তাকে মারধর করে সব টাকা ছিনিয়ে নিয়েছে। আহত ছাত্রদল নেতা কামরুল হাসপাতালে চিকিৎিসাধীন থাকাবস্থায় প্রতিপক্ষরা তার কম্পপুরস্থ বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকারসহ অন্যান্য মালামাল লুটপাট করেছে। এ ঘটনায় তিনি সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
এসব অভিযোগ সঠিক না বলে দাবি করেছেন কামরুলের ভগ্নিপতি জহুরুল ইসলাম।
Leave a Reply