1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
সংস্কারের নামে টালবাহানা করবেন না : নাজমুল হাসান অভি - Crime Report 24
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

সংস্কারের নামে টালবাহানা করবেন না : নাজমুল হাসান অভি

  • প্রকাশকাল: শনিবার, ২২ মার্চ, ২০২৫

মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ

সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। জনগণের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য ৫ আগস্ট এর আন্দোলন হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার আহবান জানিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।

শুক্রবার (২১ মার্চ) ধামরাই পৌর শহরের মুন্নু কমিউনিটি সেন্টারে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে একথা বলেন তিনি।

এসময় অভি বলেন, সংস্কারের নামে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না। ঐক্যবদ্ধ থেকেই গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করে স্বৈরাচার শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এ আন্দোলন ছিলো জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। জনগণ তাদের মত প্রকাশের অধিকার চায়। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে সামনেও আমরা ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে কাজ করবো। আমাদের নেতা জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, প্রত্যেকটা দফার মধ্যে, আমাদের এই দেশের, মানুষের জন্য দেশের জন্য স্বাধীনতা সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য ৩১ দফার রূপরেখা দিয়েছেন।

তিনি বলেন, সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা ঘটছে যা অনাকাঙ্ক্ষিত। এসকল অপকর্মের বিচার অচিরেই করতে হবে। এছাড়া ২০ মার্চ ধামরাই উপজেলা গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি আবুল কাশেম হত্যার সাথে যারা জড়িত তাদের সকলকে গ্রেফতার করে অনতিবিলম্বে দৃষ্টান্তমুলক বিচার করতে হবে।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বদরুল আলম সুমন, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মীর আকিব আলী, যুগ্ম আহ্বায়ক শাওন আহমেদ, রাশেদুল ইসলাম রাজু, রাশেদ মিয়া, শাকিল, আমিন বেপারী, পারভেজ পাঠান প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ