1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
  2. aglovelu99@gmail.com : Ag Lovelu : Ag Lovelu
  3. infocrime24@gmail.com : info crime24 : info crime24
  4. crimereport24@gmail.com : Crime Report : Crime Report
  5. musasirajofficial@gmail.com : Musa Asari : Musa Asari
  6. crime7775@gmail.com : Ariful Islam : Ariful Islam
  7. nurealomsah@gmail.com : Nure Alom Sah : Nure Alom Sah
নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে কথিত মানব সেবক ও কবিরাজ আব্দুল হামিদ গ্রেফতার - Crime Report 24
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ অপরাহ্ন

নেত্রকোণায় ধর্ষণের অভিযোগে কথিত মানব সেবক ও কবিরাজ আব্দুল হামিদ গ্রেফতার

  • প্রকাশকাল: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ইমন রহমান নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম এর নির্দেশনায় নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এট সার্বিক তত্ত্বাবধানে মডেল থানার এসআই / মো: মজিবর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইং- ১৭/০৩/২৪ তারিখ মধ্যরাতে নেত্রকোণা পৌরসভার নেওয়াজনগর ভাড়াটিয়া বাসা হতে ১/ মো: আব্দুল হামিদ (৬৭), পিতা-মৃত সিরাজ আলী মুন্সী মাতা-মৃত ললিতা বেগম, সাং-রামপুর, ইউপি-দলপা,থানা-কেন্দুয়া,জেলা-নেত্রকোনা কে গ্রেফতার করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে অত্র থানাধীন পৌরসভা এলাকার খতিবনগুয়া নিবাসী ১৬ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরী কে কবিরাজি চিকিৎসার কথা বলে এবং বিভিন্ন প্রলোভন দেখিয়ে গত ১০/০৩/২৫ তারিখ বেলা অনুমান ১১ঃ০০ ঘটিকায় নেত্রকোনা পৌরসভাধীন জয়নগর সদর হাসপাতালে যাওয়ার রাস্তার মোড়ে নবাবী হোটেল এন্ড রেস্টুরেন্টের ডান পাশে থাকা জজ মিয়ার দোকানের পেছনে পরিত্যক্ত একটি ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিম তার মাকে ঘটনা জানালে তার মা তাকে জিজ্ঞাসাবাদে আরো জানতে পারে যে এই ঘটনার পূর্বেও উক্ত কবিরাজ আব্দুল হামিদ কবিরাজি চিকিৎসার কথা বলে ও বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে একই স্থানে নিয়ে গিয়ে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করেছে। উল্লেখ্য যে উক্ত আব্দুল হামিদ জেলার সব জায়গায় নিজেকে মানব সেবক, বৃক্ষপ্রেমী এবং কবিরাজ হিসেবে পরিচয় দিয়ে থাকে।

ভুক্তভোগীর মা মোছা: নেভী আক্তার বাদী হয়ে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে কে ধর্ষণ করার বিষয়ে নেত্রকোণা মডেল থানায় অভিযোগ দায়ের করিলে নেত্রকোণা মডেল থানার মামলা নং ৩৫ তারিখ-১৭/০৩/২৫ ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী/২০২০) এর ৯(১) রুজু করা হয়।

উক্ত আসামী কে জিজ্ঞাসাবাদ শেষে ০৫( পাচ) দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইতেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ