কায়েস মিয়া, নেত্রকোনা খালিয়াজুড়ি উপজেলা প্রতিনিধি:
শুক্রবার সকালে খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের ছায়া ফিসারিতে মৎস্য লোডের মহোৎসব চলে, এই লুটপাটের নেতৃত্ব দেন স্থানীয় কিছু দুষ্কৃতিকারী, ওদের ধারণা এই লুটপাট হলে বিএনপির নেতৃবৃন্দের উপর এর দায়ভার যাবে।
এলাকাবাসীর দাবি এই অপ সংস্কৃতি যারা চালু করেছে তাদের দৃষ্টান্তমূল শাস্তি হোক। এলাকাবাসীর কাছ থেকে জানাযায় অতি উৎসাহী কিছু শঙ্খক নেতা প্রত্যক্ষ ও পরুক্ষভাবে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা কে উপেক্ষা করে এসব অপকর্মে জড়িয়ে পড়ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে, দলের হাই কমান্ড ওপ্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য এলাকাবাসী দ্বাবি জানান তারা বলেন ভবিষ্যতে যেন এর পূর্ণাবৃত্তি না হয়।
শত বছরের ইতিহাসে এমন ঘটনা ফিশারিতে হয়নি, এলাকাবাসী এখন শংকিত, এলাকার জনসাধারণ মনে করছে ওদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে আগামী দিনে এমন সমস্যা আর হবেনা।
Leave a Reply