মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ধর্ষণ, শাহাবাগে পুলিশের উপর বামপন্থীদের হামলা, দেশদ্রোহীদের ষড়যন্ত্র রুখতে শাহাবাগী লাকী আক্তারকে গ্রেফতার ও শাপলার হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ঢাকার ধামরাইয়ের তৌহিদ ছাত্র জনতা।
বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে ধামরাই উপজেলা চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করে ধামরাই উপজেলার তৌহিদী ছাত্র জনতা।
এসময় ‘ল তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার ভাই কবরে, লাকী কেন বাহিরে’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, একটা একটা শাহাবাগী ধর, ধইরা ধইরা বিচার কর’, ‘শাহবাগী হামলা করে, ইন্টেরিম কী করে’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলে, শাপলার গণহত্যার দায় পুরোটাই শাহবাগের। গণহত্যা সংগঠিত হওয়ার পর শাহবাগ যে উল্লাস করেছে তা হয়ত আপনারা ভুলে গেছেন। শাহবাগই প্রথম মব কালচার তৈরি করেছে। শাহবাগ থেকেই প্রথম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দাবি উত্থাপিত হয়েছে। শাপলার গণহত্যা জুলাই বিপ্লবের মূল শক্তি।
এছাড়াও তারা ধর্ষণের প্রসঙ্গ টেনে বলেন, যখন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ হয় আমরাই প্রথম আমাদের বোনদের পাশে দাঁড়িয়েছিলাম। কিন্তু একদল গোষ্ঠী এই ব্যানারকে কেন্দ্র করে তাদের স্বার্থান্বেষী বক্তব্যকে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ধর্ষণের বিরুদ্ধে আমরা কর্মসূচির মাধ্যমে প্রশাসনকে সর্বোচ্চ চাপ দেওয়ার পরও একদল গোষ্ঠী সেটাকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত নিয়ে যাচ্ছে।
শিক্ষার্থীদের দাবি, দেশবিরোধী ষড়যন্ত্র রুখতে অতিদ্রুত এই শাহবাগের কসাই লাকি আক্তার সহ সকল সেবাদাসদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা।
Leave a Reply