ইমন রহমান, স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনা জেলার সুযোগ্য পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম মহোদয়ের এর নির্দেশনায় নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর সার্বিক তত্ত্বাবধানে মডেল থানার এসআই শাহজাহান খান এএস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অদ্য ০৯/০৩/২০২৫ তারিখ সময় ১৪:৩০ ঘটিকায় পৌরসভার অজহর রোডস্থ উদিচি অফিসের সামনে পাকা রাস্তায় মোটর সাইকেল সহ ধৃত আসামি ১।রফিকুল ইসলাম (৩৮)পিতা -ডাক্তার আব্দুল মান্নান সাং কলাগাও থানা তাহেরপুর জেলা সুনামগঞ্জ এর পরিহিত প্যান্টের পকেট হইতে দুইটি এয়ার টাইট নীল প্যাকেটে ২৫০+ ২০০ পিচ = ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং আসামী ২।শামীম (২৬) পিতা- মৃত আরশেদ আলী,সাং- মেদনি নোয়াপারা, থানা-সদর জেলা- নেত্রকোনা এর পরিহিত প্যান্টের পকেট হইতে ০১ টি এয়ার টাইট নীল প্যাকেটে ৫০ পিস মোট ৫০০ পিস ইয়াবাহ ট্যাবলেট উদ্ধার পূর্বক বিধি মোতাবেক আলামত হিসাবে জব্দ করা হয়।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানার মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply