ইমন রহমান, নেত্রকোনা প্রতিনিধি:
প্রাকৃতিক সৌন্দর্যে খোলা আকাশের নিচে ইফতার করার মজাই আলাদা।
একদল যুবক নেত্রকোনাতে আনন্দ উৎসাহ নিয়ে বিগত কয়েক বছর ধরেই পবিত্র রমজান মাসে কিছু বন্ধু মিলে প্রতিদিনি কোনো প্রাকৃতিক সৌন্দর্যের স্থান বেছে নিয়ে সকলে মিলে আয়োজনের মাধ্যমে কখনো পাহাড়ে, কখনো হাওর এর মাঝখানে, কখনো হিজল বনে,কখনো কংস নদীর বুকে ইফতার করেন।
তাদের মধ্যে রয়েছে অমি,বাবু,রাফিদ,অনিক,সোহেল সহ আরো অনেকে।
Leave a Reply