মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
সাভার ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ধামরাইয়ের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃত সাবেক সংসদ সদস্য এম এ মালেককে সাত দিনের রিমান্ডে চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ।
ধামরাই থানায় ছাত্র জনতা হত্যা মামলায় তিনি হাইকোর্টের জামিনে ছিলেন বলে জানা যায়।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুলিয়া থানার ছাত্র-জনতা হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি সাবেক সংসদ এম এ মালেককে গতকাল রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করা হয়েছে৷ তার বিরুদ্ধে আশুলিয়া থানায় চারটি হত্যা মামলা রয়েছে। আজ সাত দিনের রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply