ঠাকুরগাঁওয়ে ঢাকার আব্রুয়ান ফাউন্ডেশনের উদ্যোগে রমজান সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়েনের গিলাবাড়ী গ্রামে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন আব্রুয়ান ফাউন্ডেশনের প্রতিনিধি আসাদুস জামান বাবু, নাসিমুল হক, কামরুজ্জামান আবু, আবু হাসনাত মুন্না, হামিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় ওই এলাকার শতাধিক অসহায় পরিবারের মাঝে এই রমজান সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে ৫কেজি চাল, ছোলা ১কেজি, চিনি ১ কেজি ও মশুর ডাল ১কেজি।
উল্লেখ্য যে, আব্রুয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে ইফতার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকর্তাকান্ড পরিচালিত হয়ে আসছে।
Leave a Reply