মোঃ বুলবুল খান পলাশ, স্টাফ রিপোর্টারঃ
ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নে বড় কুশিয়ারা গ্রামের হোম টাউন এর ভিতরে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
গতকাল বৃহস্পতিবার (২৭ফেব্রুয়ারী) বেলা ১২টার দিকে ধামরাই উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
নিহত বাবুল হোসেন উপজেলার বড় কুশিয়ারা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। তিনি কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক পর পর তিনবারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, গেল ২১ফেব্রুয়ারী শুক্রবার বিকেল বাবুল ও তার স্ত্রীকে সাথে নিয়ে হোম টাউন এর ভিতরে সরিষা মারাইয়ের কাজ করছিলেন। এই সময় পূর্বশক্রতার জের ধরে শওকত, মনির, আরশেদ, শরিফ, আফসান, রাজিবসহ তার বাহিনীর লোকজন বাবুলকে প্রকাশ্য দিবালোকে স্ত্রীর সামনে কুপিয়ে হত্যা করেন। আমরা এলাকাবাসী পুলিশ প্রশাসনকে বলি অনতিবলম্বে বাবুল হত্যাকারীদের দ্রুত আটক করে আইনে আওতায় এনে ফাঁসির দাবি জানায়। তা নাহলে এর চায়তে কঠিন কর্মসূচির হুশিয়ারি দেন।
বাবুলের স্ত্রী ইয়াসমিন আক্তার কান্না বিজড়িত কষ্ঠে বলেন, আমার স্বামী কুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনবারের ইউপি সদস্য ছিলেন। তিনি সবসময় মানুষকে উপকার করেছেন। তাহলে কি দোষ ছিল আমার স্বামীর। শওকতসহ তার সন্ত্রাসী বাহিনী আমার স্বামীকে আমার সামনে কুপিয়ে হত্যা করলো। আমি তাদের হাতে পায়ে ধরে অনুরোধ করলাম। আমার স্বামীর প্রাণ ভিক্ষা চায়লাম, কিন্তু তারা আমাকেও মারধর করেন। আমার ছোট দুইটি ছেলেকে নিয়ে কোথায় যাব। আমি চায় আমার স্বামীকে যারা কুপিয়ে হত্যা করেছে। তাদের আটক করে, ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়।
এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, আমরা ইতি মধ্যে তিনজনকে আটক করেছি। বাকীদের আটক করার জন্য আমাদের কার্যক্রম চলমান রয়েছে। অনতিবলম্বে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হবে।
Leave a Reply