ঠাকুরগাঁওয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বইমেলা উদ্বোধন, আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক ইশরাত ফারজানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম, জেলা বিএনপির প্রতিনিধি হিসেবে মানুনুর রশিদ, জামায়াতের জেলা আমির অধ্যাপক বেলালউদ্দীন প্রধান, রংপুর অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (অবসরপ্রাপ্ত) উপ পরিচালক বিশিষ্ট শিক্ষাবিদ আখতারুজ্জামান, সাবেক জেলা শিক্ষা অফিসার ও বিশিষ্ট শিক্ষাবিদ মুহাম্মদ জালাল উদ দীন, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর করিম, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুবক্কর সিদ্দিক প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলেমান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
পরে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ইশরাত ফারজানা তার সমাপনী বক্তব্যে সকল ভাষা শহীদদের ও মুক্তিযুদ্ধে শহীদ এবং চব্বিশে গণ অভ্যুত্থানে শহীদদের প্রতি তিনি শ্রদ্ধা জানান এবং সেই সাথে আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। অনেক শিক্ষার উপকরণ রয়েছে নুতন প্রজন্মের কাছে। মা,
মাতৃভাষা ও মাতৃভূমির এ তিনটি শব্দের আলাদা বৈশিষ্ট্য হলেও এই তিনটি শব্দের একটি মিল রয়েছে। আমরা যারা মানুষ, মায়ের কাছ থেকে পৃথিবীতে এসে যে ভাষায় মাকে চিনতে পারি, আশেপাশের সব জিনিস সম্পর্কে জানতে পারি সেটি আমাদের মাতৃভাষা। মাতৃভূমির আলো বাতাসে আমরা বেড়ে উঠি। এই তিনটি শব্দ আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত বলে মনে করেন তিনি।
এছাড়াও অন্যান্য বক্তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা সহ সর্বস্তরে বাংলা ভাষার প্রচলনের দাবি জানান।
উল্লেখ্য মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমির কর্তৃক আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি,হাতের লেখা ও রচনা লিখন প্রতিযোগিতা সহ ৪ টি ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মোট ৪২ জনকে অতিথিবৃন্দ পুরস্কার প্রদান করেন।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,আতিকা ইসলাম রিতু।
Leave a Reply