ঠাকুরগাঁওয়ে সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২১ ফ্রেব্রুয়ারি) সকাল ১০ টায় সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল হাসান ত্ব-হার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, উপাধ্যক্ষ মাওলানা বাদশাহ আলমগীর ফকিহ্, অধ্যাপক মাওলানা ফজলে রাব্বি মোর্তজাবি, সহকারী অধ্যাপক মাওলানা শাহাজাহান নেওয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইংরেজি প্রভাষক বেহুলা খাতুন,শামীম হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক রেজওয়ানুর রহমান,হীরাজুন মনিরা, রোকসানা বেগমসহ
আরো অনেকে।
এ সময় বক্তারা ১৯৫২ সালের অবিস্মরণীয় সেই ঘটনার কথা শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। সেই সাথে প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পর একই সঙ্গে পালিত হচ্ছে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’।
আলোচনা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদেরকে পুরস্কার প্রদান করা হয়।
পরে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply