শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্বাবধানে, অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন এর নেতৃত্বে এসআই(নিঃ) রাজু আহমেদ সঙ্গীয় এএসআই আব্দুল আলীম, এএসআই মনিরুল ইসলাম সহ ফোর্সদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯/০২/২০২৫ ইং তারিখ রামগড় পৌরসভাস্থ দারোগাপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোঃ সাব্বির হাসান মুন্না (২১), পিতা- মোঃ ইলিয়াছ, মাতা- কোহিনুর বেগম, ০২। মমং মারমা (৫৪), পিতা- কালাচান মারমা, মাতা- শ্যামা মারমা, উভয় সাং- দারোগাপাড়া, থানা- রামগড়, জেলা- খাগড়াছড়িদ্বয়কে গ্রেফতার পূর্বক তাদের হেফাজত হইতে চোরাইকৃত আলামত ০১টি ওয়াল্টন ফ্রিজ, ০১টি গ্যাসের চুলা, ০১টি টচ লাইট, ০১টি তোশক ও ০১টি কম্বল উদ্ধার করে। চোরাইকৃত মালামালের মূল্য অনুমান ৫১,৫০০/- টাকা। আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। মোঃ সাব্বির হাসান মুন্না (২১) এর পূর্বের এজাহারে অভিযুক্ত আসামি।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দিন জানান- ভবিষ্যতেও রামগড় থানা কর্তৃক পরিচালিত এধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply