ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৭ ফ্রেব্রুয়ারি) ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা সভাপতি মোঃ হযরত জায়েদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন, গণ অধিকার পরিষদ, রানীশংকৈল উপজেলার শাখার সাবেক আহ্বায়ক সোহরাব আলী, জেলার ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সবুজ আলী ইমরান,সিনিয়র সহ সভাপতি সামিউল ইসলাম,সহ সভাপতি রায়হান কবীর, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম মিঠু, গণ অধিকার পরিষদ, রানীশংকৈল উপজেলার শাখার কার্যকরী সদস্য সাদেকুল ইসলাম প্রমুখ ।
আলোচনা শেষে একটি বর্ণাঢ্য রেলি ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় প্রেসক্লাবে এসে শেষ হয়।
এসময় সভাপতি হযরত জায়েদ ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং ঠাকুরগাঁওকে একটি শক্তিশালী ছাত্র অধিকার পরিষদের ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক সবুজ আলী ইমরান।
Leave a Reply