শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়িতে কর্মরত আয়কর আইনজীবীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি কর আইনজীবী সমিতি গঠিত হয়েছে। ঢাকার কর আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত এই সংগঠনটি রবিবার (১৬ ফেব্রুয়ারি) শহরের একটি বেসরকারি রেস্টুরেন্টে এক সভার মাধ্যমে আত্মপ্রকাশ করে।
সভায় উপস্থিত সকল আইনজীবীদের সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারকে সভাপতি এবং মোফাজ্জল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিন, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. শাহজাহান, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, সাংস্কৃতিক, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন, লাইব্রেরি, ম্যাগাজিন ও আইটি সম্পাদক অ্যাডভোকেট মো. সোলাইমান চৌধুরী। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. আফসার হোসেন রনি ও অ্যাডভোকেট কাওসার আলী।
নতুন কমিটি গঠনের মাধ্যমে খাগড়াছড়ির কর আইনজীবীরা একত্রিত হয়ে কাজ করার সুযোগ পাবেন।
সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার বলেন -আমরা সবাই মিলে কর সংক্রান্ত আইনগত সহায়তা প্রদান এবং করদাতাদের সেবা সহজ করার জন্য একসঙ্গে কাজ করব। এই সমিতি আইনজীবীদের পেশাগত উন্নয়ন ও কর ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত খাগড়াছড়ি কর আইনজীবী সমিতি আগামী দিনে কর আইনজীবীদের প্রশিক্ষণ, কর্মশালা এবং আইন সংশ্লিষ্ট বিভিন্ন সেমিনার আয়োজনের পরিকল্পনা করছে। এছাড়া করদাতাদের সচেতনতা বাড়াতে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমও গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এই সমিতি কর আইনজীবীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করবে এবং আইনজীবী সমাজকে আরও সুসংগঠিত করবে।”
Leave a Reply