হাফিজুর রহমান, রাজারহাট উপজেলা প্রতিনিধি।
ক্ষতিগ্রস্থ পরিবারে ইউএনও’র আর্থিক সহয়তা
ঘুমন্ত নাতনিকে ঘরে রেখে দরজায় তালা লাগিয়ে স্বপরিবারে গিয়েছিলেন ইসলামি ওয়াজ মাহফিলে, এসে দেখলেন ঘরও নেই নাতনিও নেই। শুক্রবার রাতে মর্মান্তিক এঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের শুকদের পশ্চিমপাড়া গ্রামে।
জানা গেছে, ওই দিন রাত ৯টার দিকে উক্ত গ্রামের আব্দুল হান্নান তার ঘরে ঘুমন্ত নাতনিকে রেখে দরজায় তালা দিয়ে তার পরিবারের অন্যদের নিয়ে স্থানীয় একটি ইসলামি ওয়াজ মাহফিলের পার্শ্বস্থ নিজস্ব চায়ের দোকানে যান। আব্দুল হান্নান চায়ের দোকানের ব্যবসা শুরু করলেও অন্যরা ওয়াজ মাহফিল শ্রবনে অংশ গ্রহণ করেন। রাত সাড়ে ১০টার দিকে আকস্মিক ওই বাড়িতে সর্ক সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে বাড়ির টিন সেড ৪টি ঘর সহ সব মালামাল ভস্মিভূত হয়। এসময় ঘরে থাকা তার নাতনি আইরিন আক্তার (৪)ও পুড়ে অঙ্গার হয়ে যায়। খবর পেয়ে হান্নান ও পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখেন ঘরও নেই, নাতনিও নেই। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। আব্দুল হান্নানের মেয়ের ঘরের নাতনি মৃত শিশু আইরিন উপজেলার উমর মজিদ ইউনিয়নের গলাকাটা গ্রামের আল আমিনের কন্যা বলে জানা গেছে।
উপজেলা ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের বলেন,অগ্নিকান্ডে ৪টি ঘর ও অন্যান্য মালামালসহ প্রায় ৪লক্ষ টাকার মূল্যবান জিনিসপত্র ভস্মিভূত হয়েছে। এছাড়া আইরিন নামে শিশুটি পুড়ে অঙ্গার হয়েছে। রাজারহাট থানা অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে শনিবার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান সুখদেব পশ্চিম পাড়ায় অগ্নিকান্ডে নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫০কেজি চাল,৫কেজি ডাল,২.৫ লিটার তেল,নগদ ২০০০০/-টাকা প্রদান করেছেন। এছাড়া ঘড় নির্মান সহ অন্যান্য সরকারি সকল সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ।
Leave a Reply