ঠাকুরগাঁও সদর উপজেলায় আশা এনজিও এর প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১২ ফ্রেব্রুয়ারি ) সকাল সাড়ে নয়টায় সম্পূর্ণ বিনামূল্যে দিনব্যাপী সেবা প্রদানের লক্ষ্যে এ ক্যাম্প উদ্বোধন করা হয়। ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন করেন প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
আশা’র ডিস্ট্রিক্ট ম্যানেজার আনারুল কাদিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, ডাঃ: মোঃ জুয়েল হক প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আতাউর রহমান, ডাঃ সাজিয়া ইবনাত সহ আশা এনজিও কর্মকর্তা -কর্মচারিবৃন্দ।
আশা এনজিও এর প্রতিষ্ঠাতা সফিকুল ইসলাম চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে রোগীদের দিনব্যাপী সেবা প্রদান করা হয়।
এসময় ডাঃ জুয়েল হক বলেন, আজ ১৯০ জন রোগীর মাঝে বিনামূল্যে ফিজিওথেরাপির উপকরণ প্রদান করা হয়। এছাড়াও গত এক বছর ধরে আশা এনজিও’র সদস্যরা ছাড়াও অন্যান্য আর্থারাইটিস,বাত ব্যথা ও স্ট্রোকের রোগীসহ প্রতিবন্ধীদের সেবা প্রদান করে আসছে এবং অপারেশন বিহীন! হাটু-কোমর-ঘাড়- হাতে ব্যথা, প্যারালাইসিস রোগের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এ সেবা ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান তিনি।
Leave a Reply