ঠাকুরগাঁওয়ে বসবাসরত আমরা গড়েয়াবাসী’র বর্ণাঢ্য আয়োজনে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর চত্বরে
বনভোজন উপলক্ষে এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ( ৮ ফ্রেব্রুয়ারি) দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠান মালা অনুসারে সকাল সাড়ে নয়টার সময় ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনার বড় মাঠে গড়েয়াবাসী সকল নিবন্ধনকৃত সদস্যদের উপস্থিত হয়ে লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘর উদ্যেশ্যে রওয়ানা হই।
অনুষ্ঠান মালায় অনুষ্ঠানটিকে দুটি পর্বে ভাগ করা হয়।
শুরুতে নিবন্ধন, খাবার টোকেন গ্রহণ, বনভোজন ক্যাপ গ্রহণ এবং সকালের নাস্তা গ্রহণ এবং উম্মুক্ত মঞ্চে সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের আহ্বানে উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দের আসন গ্রহণ,পবিত্র কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন “আমরা গড়েয়াবাসী” সংগঠনের সভাপতি ইসরাইল আজাদ ।পরে তিনি স্বাগত বক্তব্য দেন।
সভাপতি ইসরাইল আজাদ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোদাচ্ছের হোসেন, বিশেষ অতিথি গড়েয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ও আমরা গড়েয়াবাসী সংগঠনের উপদেষ্টা সাইফুর রহমান, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ রোকনউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।
দ্বিতীয় পর্বে ক্রীড়া প্রতিযোগিতা, লটারি ড্র অনুষ্ঠিত হয়।
শিশুদের হাতি উড়ে, পাখি উড়ে ক্রীড়া প্রতিযোগিতায় ১ম,২য় ও ৩য় নির্বাচিত করা হয়।
সূধী মহিলাদের ঝুড়িতে বলটি নিক্ষেপ কর ১ম,২য় ও ৩য়
ও সূধী পুরুষদের ঝুড়িতে বলটি নিক্ষেপ কর খেলায় ১ম,২য় ও ৩য় নির্বাচিত করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।লটারিতে ১ম পুরষ্কার একটি মোবাইল সেট সহ মোট ৩৯ টি পুরস্কার প্রদান করা হয়।
এছাড়াও আমরা গড়েয়াবাসী সংগঠনের ৭০ জন সদস্যকে সভাপতি ইসরাইল আজাদ সাহেবের সৌজন্যে একটি করে ক্রেষ্ট প্রদান করা হয়েছে। পরে গড়েয়ার কৃতিসন্তান আমেরিকা প্রবাসী মোঃ রুহুল আমিনের পক্ষ থেকে প্রত্যেক সদস্যকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এর আগে সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন। বিকেলে চা আড্ডার সাথে সভাপতি ইসরাইল আজাদ সমাপনী বক্তব্যে বলেন, অল্প কয়েক দিনের মধ্যেই রোজার মাস , রোজার মাসে যেন আমরা রোজা রাখি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি,এটা আমাদের জন্য বড় সুযোগ,এই মাস প্রশিক্ষণের মাস । একটা মাস প্রশিক্ষণ গ্রহণ করবো বাকি ১১ মাসের জন্য ,জীবনের জন্য এই ব্রত আমরা করবো। বক্তব্যে তিনি সকলকে ধুমপান মুক্ত থাকতে আহবান জানান সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় বনভোজন কমিটির সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোঃ বেলাল হোসেন,এমদাদুল হক ভূট্টো,নুরে আলম এবং সকলের পরিচিত মুখ ধারা ভাষ্যকার মির্জা ফরিদ।
Leave a Reply