মিরসরাই প্রতিনিধি:- চট্টগ্রামের মিরসরাইয়ে ৫শত মাদ্রারাসা ছাত্রদের মাঝে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেছে খান কল্যাণ ট্রাস্ট। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বারইয়ারহাট পৌরসভায় অবস্থিত খান সিটি সেন্টারে উক্ত অনুষ্ঠান সম্পন্ন করা হয়। খান কল্ল্যান ট্রাস্টের ব্যবস্থাপক দীন মোহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল ও নগদ অর্থ বিতরণ করেন খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি। এসময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী। উপজেলা প্রকৌশলী রনি সাহা, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা আক্তার লিনা, ড. কামাল উদ্দিন, মিরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, জোরারগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম ও খান কল্লাণ ট্রাস্টের কর্মকর্তা জিয়া উদ্দিন বাবলু, জিয়াউর রহমান, আল আমিন সম্রাট প্রমুখ।
অনুষ্ঠানে খান ট্রাস্টের পক্ষ থেকে সরকারি কর্মকর্তা, প্রেস ক্লাব ও বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া কয়েকটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে সিআইপিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। অনুষ্ঠানে খান কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম খান সিআইপি বলেন আমি মানবতার কাজ সমাজসেবা করতেছি আমি কোন দলের নয় আমি সবার,আমি সন্ত্রাসের বিরুদ্ধে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করে আসছি এবং প্রতিবাদ করে যাবো আপনারা আমার পাশে থাকলে খান কল্যাণ ট্রাস্ট মানবিক সাহায্য ও সহযোগিতা কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply