“শীতার্থদের জন্য সহমর্মিতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে উত্তরের হিমালয়কণ্যা ঠাকুরগাঁওয়ে অসহায়,দুস্থ ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাষ্ট্রমালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক এর সহযোগীতায় মঙ্গলবার জেলার বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা এবং স্টেডিয়ামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন কর্মসংস্থান ব্যাংক রাজশাহী শাখার উপ ব্যবস্থাপক মূখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্মসংস্থান ব্যাংক প্রধান কার্যালয়ের শাখা নিয়ন্ত্রণ বিভাগের উপমহা ব্যবস্থাপক মনোজ রায়, বোর্ড সচিব মো: ইকবাল হোসেন, ব্যাংক এর দিনাজপুর শাখার আঞ্চলিক ব্যবস্থাপক হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার ও সাংবাদিক শাহ মো: নাজমুল ইসলাম।
উক্ত শীতবস্ত্র বিতরণ কর্মসূচীতে কর্মসংস্থান ব্যাংক এর সহযোগীতায় উত্তরের এ অঞ্চলের বিভিন্ন এতিম খানা, মাদ্রাসায় এবং অসহায় ও দুস্থদের মাঝে দুই হাজার পিছ কম্বল শীতবস্ত্র হিসেবে দেওয়া হয়।
Leave a Reply