ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের-২০২৫ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে জেলা জামায়াত অফিস কক্ষে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সম্মেলনে জেলা আইনজীবী সমিতির সদস্যদের মতামতের ভিত্তিতে সভাপতি পদে এ্যাড.মোহাম্মদ ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক পদে ফজলে আলম নির্বাচিত হয়।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঠাকুরগাঁও জেলা শাখার নব নির্বাচিত সভাপতি এ্যাড.মোহাম্মদ ইউনুছ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর অধ্যাপক বেলালউদ্দীন প্রধান,বিশেষ অতিথি জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আলমগীর প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে নব নির্বাচিত সভাপতি এ্যাড.মোহাম্মদ ইউনুছ আলী ও সাধারণ সম্পাদক ফজলে আলম ল’ইয়ার্স কাউন্সিল বেগবান করার ক্ষেত্রে সকল সদস্যদের সহযোগিতা কামনা করেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা আমীর ল’ইয়ার্স কাউন্সিল ঠাকুরগাঁও জেলা শাখাকে ত্বরান্বিত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,শিক্ষা নবীশ আইনজীবী বজলার রহমান।
অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply