ঠাকুরগাঁও গড়েয়ায় আল্লামা সাঈদী স্মৃতি সংসদ উদ্বোধন ও শহীদদের কবর জিয়ারত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (২৭ ডিসেম্বর ) সকালে গড়েয়া ঈদগাহ ময়দানে
জামায়াতে ইসলামী বাংলাদেশ,ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের উদ্যোগে গত ২০১৩ সালে ২৮ ফ্রেব্রুয়ারি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পরই আওয়ামী সন্ত্রাসী পুলিশ ও বিজিবির গুলিতে নিহত শহীদদের স্মরণে আলোচনা,দোয়া ও সাঈদী স্মৃতি সংসদ উদ্বোধন করা হয়।
গড়েয়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মজিদের সভাপতিত্বে গড়েয়ায় আল্লামা সাঈদী স্মৃতি সংসদ উদ্বোধন করেন এবং ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বক্তব্য দেন,সাবেক নায়েবে আমীর কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর সুযোগ্য পুত্র শামীম বিন সাঈদী। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন,ঠাকুরগাঁও সদর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান,ভুল্লী থানার আমির আব্দুর রহমান, ঠাকুরগাঁও সদর উপজেলার সাবেক আমীর সামসুজ্জামান দুলাল, গড়েয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা,বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়েয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গড়েয়া ইউনিয়ন শাখার সভাপতি আবু সাঈদ প্রমুখ।
এ সময় শামীম সাঈদী তাঁর বক্তব্যে বলেন, গড়েয়া সহ সারাদেশে সকল শহীদদের হত্যাকারীদের বিচার করা হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ২৮ ফ্রেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায়ের প্রতিবাদ মিছিলে আওয়ামী দুঃশাসনের ধারক ও বাহকপুলিশ ও বিজিবির নির্বিচারে গুলিতে নির্মম গণ হত্যার শিকার হন ফিরোজ(২৫) রুবেল(১২) দাইমুল(১৪) দুলাল ইসলাম(১৯) সকলের সাং-চোঙ্গা খাতা। মনির(১৭) সাং-গড়েয়া গোপালপুর সকলের থানা ও জেলা ঠাকুরগাঁও। নিরঞ্জন মিঠুন(১৮)পিতা – নিতাই পাল,সাং-পালপাড়া,থানা-বীরগন্জ সহ আরো অনেকে গুলিতে গুরুতর আহত হন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গড়েয়া ইউনিয়ন যুব বিভাগের রহিদুল ইসলাম রহিদ।
Leave a Reply