1. lifemedia766@gmail.com : admin : Badsah Deoan
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে বেলাল হোসেন ২৪ জানুয়ারি বেতাগী আস্তানা শরীফে ৫০ জন বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে চট্টগ্রামের বৃহত্তম বিনামূল্যে সমন্বিত মেডিকেল ক্যাম্প বাংলাদেশ ইসলামী ফ্রন্টের বিবৃতি:ইসলামী ফ্রন্ট প্রার্থী আল্লামা তাহেরীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে তথ্য সন্ত্রাস চালানোর অভিযোগ নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু শবে মেরাজের গুরুত্ব মনোহরদীর সেকেন্দার আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও নবীন বরণ অনুষ্ঠিত পাঁচবিবিতে সংসদ-গণভোটের র‍্যালী ও লিফলেট বিতরণ দুর্গম পার্বত্য এলাকায় বিজিবির মানবিক উদ্যোগপানছড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ কেশবপুরে বিএনপির উদ্যোগে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার বুহের মাগফেরাত কামনা দোয়া অনুষ্ঠিত। বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত বীরগঞ্জ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত। মনোহরদীর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা : অংশীজনের প্রত্যাশা শীর্ষক সভা

  • প্রকাশকাল: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

ঠাকুরগাঁওয়ের তথা বাংলাদেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও’র তিনযুগ পুর্তি উপলক্ষে “ইএসডিও’র ভবিষ্যৎ কর্মপন্থা : অংশীজনের প্রত্যাশা” শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

ইএসডিও’র আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় দি ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)’র সাবেক প্রেসিডেন্ট বিশিষ্ট নারী সংগঠক পারভিন মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিএআরসি)’র চেয়ারম্যান জালাল আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি আন্তর্জাতিক উন্নয়ন বিশ্লেষক দেওয়ান এএইচ আলমগীর, ইউএনডিপি বাংলাদেশের এ্যাসিসটেন্ট রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ সরদার এম. আসাদুজ্জামান, স্ট্রমিফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর মিজানুর রহমান ভুর্ইয়া, ইনফেন্টস ডু মন্ডে (ইডিএম)’র রিজিওনাল কো-অর্ডিন্টের শামীমা আখতার শিমুল, হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার, এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদ, পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর মাহবুব উল আলম, ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. এটিএম তরিকুল ইসলাম, ম্যাক্স ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কান্ট্রি ডিরেক্টর রিয়াদ ইমাম মাহমুদ, সলিডারিডাড এর কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা হাসান, স্টার্ট ফান্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাজিদ রায়হান, সাটাইনেবল এগ্রিকালচার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো: ফরহাদ জামিল, ফিনিস মন্ডিয়ালের কান্ট্রি কো-অর্ডিনেটর মো: ওয়াহিদুল আমিন, কেয়ার বাংলাদেশের হিউম্যানিটেরিয়ান এন্ড ক্লাইমেট অ্যাকশন প্রোগ্রামের ডিরেক্টর কাইছার রেজভী, ওয়াটার এইড বাংলাদেশের হেড অব ফিন্যান্স এন্ড এ্যাডমিন পারভেজ সাজ্জাদ, ওয়াটার অর্গ সাউথ এশিয়ার ফিনানসিয়াল ইনিস্টিটিউশনের পোর্টফেলিও লিড আবু আসলাম, হেকস-ইপারের পার্টনারশিপ ম্যানেজার এন্ড সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ভুপেশ রায়, সেভ দ্যা চিলড্রেন ইন বাংলাদেশের টেকনিক্যাল স্পোশালিস্ট শেখ কাসিফ মাহবুব, সাবেক সচিব সারোয়ার মাহমুদ, ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র ইয়ুথ এনগেজমেন্ট এন্ড আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামান, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক মো: মামুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই স্বনামধন্য এই উন্নয়ন সংস্থার তিনযুগ পূর্তি উপলক্ষে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সংস্থার ভবিষ্যৎ কর্মপন্থা বিষয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন অতিথিবৃন্দ ও অংশিজনগণ। দুপুরে  ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনি অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এধরণের অন্যান্য নিউজ