মহান বিজয় দিবসকে উৎসবমুখর করতে সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে বিজয় মেলার আয়োজন করা হয়েছে।
বিজয় দিবস আমাদের জাতির জন্য এক অনন্য দিন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সোলায়মান আলী প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ,সহ সাধারণ সম্পাদক পয়গাম আলী,সহ সভাপতি মুরাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মোদাচ্ছের হোসেন,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান।পরে জেলা প্রশাসক ইশরাত ফারজানাসহ অতিথিরা বিজয় মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সাথে কথা বলেন।মেলায় স্টলগুলোতে উদ্যোক্তাদের নিজস্ব হাতে ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে চারু, কারুপণ্যসহ বিভিন্ন খাবার সামগ্রী প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতার নেতৃত্বে জেলা প্রশাসন ও শিশু একাডেমীর উদ্যোগে শিশুদের চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এছাড়াও মেলায় শিশু,নারী পুরুষ সকলের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এর আগে সুর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব সংলগ্ন বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতি ফলকে পুস্পার্ঘ অর্পণ করা হয়।
Leave a Reply