ঠাকুরগাঁওয়ে দ্বাদশ উপজেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেলে পিটিআই প্রাঙ্গণে
“শান্তিময় স্বদেশ বিনির্মাণে স্কাউটিং” এ শ্লোগানের আলোকে” বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট সদর উপজেলা শাখার সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সফল পৌর মেয়র, ঠাকুরগাঁও পৌরসভা মির্জা ফয়সাল আমিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমান,বিএনপির সহ সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিশিষ্ট ব্যবসায়ী মুরাদ হোসেন,সদর উপজেলা স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা,সম্পাদক রেজাউল করিম লিটন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে স্কাউটিং এর সাবেক আঞ্চলিক কমিশনার আখতারুজ্জামান সাবু স্যার এ,এলটি, সাবেক জেলা শিক্ষা অফিসার এবং স্কাউটিং এর উজ্জ্বল নক্ষত্র মুহম্মদ জালালউদ্দীন এলটি, জাহিদুল ইসলাম স্বপন সিএলটি, স্কাউট আব্দুল লতিফ, ইয়াছিন আলী,ইব্রাহিম হাবিবসহ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট লিডারসহ স্কাউট শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, জেলা স্কাউটস ঠাকুরগাঁওয়ের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী কমিশনার জাকিরুল ইসলাম জাকির, এটিএন নিউজ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি এম.এ.সামাদ।
এর আগে প্রধান অতিথিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বরূপ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সদর উপজেলা স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা,সম্পাদক রেজাউল করিম লিটন।
বক্তব্য শেষে স্কাউট বন্ধুদের নিজস্ব পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন, গিলাবাড়ি উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয় গার্ল ইন,ঢোলার হাট উচ্চ বিদ্যালয় গার্ল ইন শিক্ষার্থীরা।
Leave a Reply