পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : ২৫ ডিসেম্বর/২৫
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায় শীতার্তদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম আহমেদ। গতকাল বুধবার রাতে, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ বেলায়েত হোসেন, প্রকল্প অফিস সহায়ক মোঃ জুয়েল রানাকে নিয়ে নির্বাহী কর্মকর্তা মহদোয় পৌর শহরের পাঁচমাথা, তিনমাথা, বাসস্ট্যান্ড, সৈয়দ নুরুদ্দিন এতিমখানা, রেল স্টেশন, বাগজান বাজার ও গীর্জা সহ বিভিন্ন এলাকায় ভাসমান ছিন্নমূল নারী পুরুষদের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন। ইউএনওর হাত থেকে কম্বল পেয়ে অনেকেই খুশি ও হতবাক।
উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ বলেন, চলতি শীতে ত্রান ও দূর্যোগ ব্যবস্হাপনা মন্ত্রণালয়ের প্রাপ্ত ৬’শ কম্বল গরীব অসহায় বস্তিবাসী ও ছিন্নমূল মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে।
Leave a Reply