মোঃ আব্দুল কাদের
স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।
ময়মনসিংহের ত্রিশালে আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ত্রিশাল থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফিরোজ হোসেন রবিবার দুপুরে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত ধারাবাহিক অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ত্রিশাল থানাধীন আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম এলাকার সাইনবোর্ড বাজার থেকে অটোরিকশাচালক মোঃ মনিরুল আলমকে নেশাজাতীয় জুস পান করিয়ে অচেতন করে তার আট সিটের সবুজ রঙের ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরচক্রটি। চুরি হওয়া অটোরিকশাটির চেসিস নম্বর এক্সজিডিএস-২০২৫০৬০২০৫ এবং আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।
ঘটনার পর ভুক্তভোগীর ভাই জাহাঙ্গীর আলম ত্রিশাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডির ভিত্তিতে ওসি মোহাম্মদ ফিরোজ হোসেনের সার্বিক নির্দেশনায় এসআই নাহিদ ও এসআই সবুজের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানাধীন কাজলা চকপাড়া মোড়লবাড়ী এলাকা থেকে এজাহারনামীয় আসামি মোঃ রিপন মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে রিপন মিয়ার দেওয়া তথ্য অনুযায়ী একই ঘটনার সঙ্গে জড়িত আরও দুই আসামি— মোঃ জসিম উদ্দিন (৩০) ও মোঃ আঃ সালাম (৪০) কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার অটোরিকশা চোর এবং তারা আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য।
পুলিশের তথ্যমতে, আসামি মোঃ জসিম উদ্দিনের বিরুদ্ধে ৯টি, মোঃ রিপন মিয়ার বিরুদ্ধে ৪টি এবং মোঃ আঃ সালামের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে।
Leave a Reply