শাপলা আক্তার
কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠন।
শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ভূঁইয়াইল-হাটখোলা বাজারে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব ও স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক হোসেন আবু মেম্বার। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক বীর সুমনের সংবর্ধনায়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল মোমেন, মো. শরিফ আহমেদ, চৌধুরী রফিকুল হক শিপন, ইউপি সদস্য মুনি, সাজ্জাদ খান, আলমগীর সরকার, আবুল হোসেন চৌধুরী, আব্দুস সালাম, আব্দুল করিম, সাবেক ইউপি সদস্য মো. ইদ্রিস মিয়া, মো. বাহাদুর, দুলাল মিয়া, সাবেক চেয়ারম্যান হোসেন খান, গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক কামাল উদ্দিন সরকার, সহকারী শিক্ষা অফিসার আলমগীর মোল্লা, শিক্ষক তারিকুল ইসলাম ও প্রদীপ কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে শ্রীকাইল ইউনিয়নের ২৪টি গ্রামের শীতার্ত ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পাশাপাশি ভূঁইয়াইল গ্রামের একটি মসজিদে জায়নামাজ প্রদান করা হয়। এছাড়াও ভূঁইয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই স্বপ্নতরী সামাজিক উন্নয়ন সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
Leave a Reply