নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংঘটিত শহীদ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং বিগত দুইদিনের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুক্তিজোট গভীর উদ্বেগ প্রকাশ করেন।
২০শে ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে মুক্তিজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য (দপ্তর) উত্তম কুমার ঘোষ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মোঃ শাহজামাল আমিরুল বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন ১৮ই ডিসেম্বর হাদির মৃত্যুর ঘটনায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং রাজনৈতিক সহনশীলতার অভাব স্পষ্টভাবে উঠে এসেছে। জাতীয় নির্বাচনের তফশিল ঘোষণার পর এধরণের ঘটনা প্রার্থী, ভোটার, রাজনৈতি দল ও দলের কর্মিদের আতঙ্কিত করে তুলছে।
তাঁরা আরও বলেন সারাদেশে বিভিন্ন যায়গায় আগুন দেওয়া হচ্ছে সংবাদ মাধ্যমে আমরা কোথাও কোথাও দেখেছি যে প্রশাসনের সামনেই আগুন দিচ্ছে কিন্তু প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।
হাদির মৃত্যুর সংবাদ পরবর্তীতে আমরা সংবাদ মাধ্যম থেকে জানতে পারিঃ প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকার প্রধান কার্যালয় ভাংচুর ও অগ্নি সংযোগ, খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা, ধানমন্ডি ৩২ নাম্বারে অগ্নিসংযোগ ও ভাংচুর, ছায়ানট ও উদিচীর কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ, ইন্দিরাগান্ধী কালচালার সেন্টার ভাংচুর ও অগ্নিসংযোগ, উত্তরাতে ৩২টি দোকান ভাংচুর, রাজশাহীতে ডেইলিস্টার-প্রথম আলোর কার্যালয় ভাংচুর, ধর্ম অবমাননার অভিযোগ এনে ময়মনসিংহে এক হিন্দু যুবক-কে প্রকাশ্য গাছে ঝুলিয়ে পিটিয়ে হত্যা ও অগ্নি সংযোগ, চট্রগ্রামের প্রয়াত মহিউদ্দিন চৌধুরীর বাসায় অগ্নি-সংযোগ ও ভাংচুর, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ, নিউজ এজ সম্পাদক নুরুল কবীরের উপর হামলা, চট্টগ্রামের হাটহাজারিতে জাতীয় পার্টি ও এনডিএফ এর সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের গ্রামের বাড়িতে অংগ্নি সংযোগ, মাগুরায় বিটিভির পরিচালক ও আন্তর্জাতিক ট্রাইবুনালের প্রসিকিউটরের বাড়িতে অগ্নি সংযোগ, লক্ষিপুরে বিএনপি নেতার বাসভবনে অগ্নি সংযোগসহ বিভিন্ন যায়গায় বিএনপির কার্যালয়ে ভাংচুর ও অগ্নি সংযোগ এবং শিশু হত্যার ঘটনা ঘটে।
আমরা মনে করি, মত প্রকাশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি, সেখানে হাদীর মত প্রাণহানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আমরা সরকারকে আহ্বান করছি ১. হাদির মৃত্যুর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ২. দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি ৩. রাজনৈতিক সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ ৪. নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করা সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ, গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার জন্য দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীলতা ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের এখন প্রধান দায়িত্ব এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান তাঁরা।
Leave a Reply